কেমন আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, হাসপাতালের বুলেটিন কী জানাল
চিন্তার কোনও কারণ নেই, স্থিতিশীল সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে সন্ধ্যের মেডিকেল আপডেটে এমনটাই জানানো হয়েছে। গত ২ জানুয়ারি বুকে ব্যথা নিয়ে বিসিসিআই সভাপতি উডল্যান্ডসে ভর্তি হন। হৃদযন্ত্রে তিনটি ব্লকেজ ধরা পরে। যার একটিতে সেন্ট স্থাপনের পর ৭ জানুয়ারি বাড়ি ফিরে আসেন মহারাজ। এর ২০ দিনের মাথাতেই ফের আজ সৌরভকে হাসপাতালে ছুটতে হয়। কেন সৌরভকে হাসপাতালে যেতে হল, সেই নিয়ে হাসপাতাল সূত্রে আপডেট দেওয়া হয়েছে।


দুপুরে অ্যাপোলোতে ভর্তি সৌরভ
জানা যায় বুধবার রাত থেকে সৌরভ কিছুটা অস্বস্তিতে রয়েছেন। রাতে ভালো ঘুম হয়নি। সকাল থেকেই কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। সেই কারণেই পরিবার সৌরভকে নিয়ে কোনও ঝুঁকি নেয়নি। এদিন দুপুরে এরপর বাইপাসে গ্রিন করিডর করে সৌরভকে অ্যাপোলো হাসপাতাল নিয়ে আসা হয়।

আজ সৌরভের কী কী পরীক্ষা হল
অ্যাপোলো হাসপাতালে যাওয়ার পর সৌরভকে ক্যাথ ল্যাবে নিয়ে যাওয়া হয়। বুধবার এখানেই মহারাজের ইকো কার্ডিওগ্রাম ও ইসিজি সহ অনান্য ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। দুই ক্ষেত্রে কোনও সমস্যা নেই, ফলে সৌরভকে নিয়ে কোনও উদ্বেগ নেই। চিকিৎসক আফতাব খানের অধীনে এদিন সৌরভকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। তিন ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছেন মহারাজ।

আজ বাড়ি ফিরছেন না সৌরভ
এরপরই জানা যায়, আজ বাড়ি ফিরছেন না সৌরভ। বৃহস্পতিবার সৌরভের অ্যাঞ্জিওগ্রাম করা হবে। সেই রিপোর্ট আসার পরই সৌরভের আরও দুটি ব্লকেজে সেন্ট বসানো হবে কিনা, সিদ্ধান্ত নেওয়া হবে।

হাসপাতাল সূত্রে সন্ধ্যের বুলেটিনে কী জানানো হল
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, 'সৌরভের সবকিছু স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে তাঁর হৃদপিণ্ডে আরও স্টেন্ট বসানো হবে কিনা তা নিয়ে আগামিকাল সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সকালে সামান্য অস্বস্তি হলেও সৌরভ বর্তমানে সম্পূর্ণ স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হৃদযন্ত্র কেমন রয়েছে তার চেকআপে এসেছেন সৌরভ। মহারাজকে নিয়ে চিন্তার কিছু নেই। সৌরভ সম্পূর্ণ সুস্থ রয়েছেন।'
আজ বাড়ি ফিরছেন না সৌরভ, কেমন আছেন মহারাজ, দাদাকে দেখে কী বললেন বৈশালী ডালমিয়া