For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাইলে সাংসদ পদ ছাড়ুন! জওহর সরকারকে দরজা দেখিয়ে বিস্ফোরক তৃণমূল সাংরদ সৌগত রায়

প্রথমে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), তারপরে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। দুর্নীতির অভিযোগ আপাতত হাজত বাস করতে হচ্ছে তাঁদের। তৃণমূল ছাত্রপরিষদের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Ba

  • |
Google Oneindia Bengali News

প্রথমে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), তারপরে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। দুর্নীতির অভিযোগ আপাতত হাজত বাস করতে হচ্ছে তাঁদের। তৃণমূল ছাত্রপরিষদের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পরবর্তী সম্ভাব্য কয়েকজনের নামও ঘোষণা করেছিলেন। তুলেছিলেন ষড়যন্ত্রের অভিযোগ। সেদিনই দলের বর্তমান পরিস্থিতি নিয়ে সরব হয়েছিলেন প্রাক্তন আমলা জওহর সরকার (Jawhar Sirkar)। সেদিন তৃণমূলের (Trinamool Congress) তরফে সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও মঙ্গলবার দলেরই রাজ্যসভার সাংসদকে নিশানা করলেন সৌগত রায় (Sougata Roy)।

অস্বস্তি নিয়ে তৃণমূলে

অস্বস্তি নিয়ে তৃণমূলে

পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরে অস্বস্তি নিয়ে তিনি তৃণমূলে রয়েছেন বলে জানিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেছিলেন, দলের একটা দিক পচে গিয়েছে। এই দল নিয়ে ২০২৪-এর লোকসভা নির্বাচনে লড়াই সম্ভব হবে না বলেও মন্তব্য করেছিলেন তিনি। আত্মীয় পরিজনদের পাশাপাশি বন্ধুরাও তাঁকে রাজনীতি ছাড়ার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন প্রাক্তন এই আমলা। আত্মীয়-বন্ধুরা তাঁকে জিজ্ঞাসা করছেন, কত পেয়েছিস? পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে তিনি বলেছিলেন, শিক্ষা মন্ত্রী হিসেবে দেখেছেন, কথাও হয়েছে অনেকবার। কিন্তু টিভিতে দেখে তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি আরও বলেছিলেন তিনি (পার্থ) কার ঘনিষ্ঠ হচ্ছেন, তা নিয়ে বলার কিছু না থাকলেও, দুর্নীতির টাকা নিয়ে তাঁকে অলংকৃত করা হচ্ছে বলেন মন্তব্য করে তিনি বলেছিলেন, এইসব দেখলে গা শিরশির করে।

তৃণমূল কর্মীদের উপকার করেননি

তৃণমূল কর্মীদের উপকার করেননি

সোমবার তাঁর মন্তব্যের পরে মুখপাত্র কুণাল ঘোষ এব্যাপারে কোনও মন্তব্য না করলেও এদিন সৌগত রায় সতীর্থ জহর সরকারের মন্তব্য নিয়ে তাঁকে নিশানা করেন। তিনি বলেন, জহর সরকার কোনও দিন তৃণমূলের মিছিলে হাঁটেননি। আত্মত্যাগ করেননি। একজন তৃণমূল কর্মীর তিনি উপকার করেননি বলে অভিযোগ করেছেন সৌগত রায়।

স্বার্থপর আমলা

স্বার্থপর আমলা

এখানে না থেমে সৌগত রায় বলেছেন জহর সরকারের মতো স্বার্থপর আমলা তিনি দেখেননি। প্রসঙ্গত আইএএস অফিসার হিসেবে জহর সরকার রাজ্যে বাম আমলে এবং কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময়ে কাজ করেছেন। গতবছর তাঁকে তৃণমূল রাজ্যসভায় পাঠায়।

প্রকাশ্যে দল বিরোধী কথা

প্রকাশ্যে দল বিরোধী কথা

সৌগত রায় বলেছেন, সব চেয়ে লোভনীয় পদ রাজ্যসভার সাংসদ করেছিল তৃণমূল। সেখানে তিনি দলের মধ্যে না বলে প্রকাশ্যে দল বিরোধী মন্তব্য করেছেন বলেও অভিযোগ করেছেন সৌগত রায়। তাঁর (জহর) বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। এই ধরনের ব্যক্তিদের দলের সাংসদ করা নিয়ে প্রশ্ন করা হলে সৌগত রায় বলেন, এই ধরনের স্বার্থপর এবং স্বার্থকেন্দ্রিক লোকেদের সাংসদ করা উচিত নয়।

বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি গৌতম আদানি! এশিয়ায় প্রথম হিসেবে রেকর্ড ভারতীয় শিল্পপতিরবিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি গৌতম আদানি! এশিয়ায় প্রথম হিসেবে রেকর্ড ভারতীয় শিল্পপতির

English summary
Sougata Roy targets Jawhar Sirkar on his comments on uneasyness on corruption in TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X