অমিত শাহ উজবুক! দলের কর্মীদের আর যা বললেন মমতার দলের এই সাংসদ
বিজেপির সর্বভারতীয় সভাপতি উজবুক। যে লোকটা সোহরাবুদ্দিন হত্যা মামলায় তিন মাস জেলে ছিল, বাংলার মাটিতে তার কাছ থেকে বন্দেমাতরম নিয়ে লেকচার শুনতে রাজি নন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। ২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে মধ্যমগ্রামে তৃণমূল কর্মীদের একসভায় তাঁর প্রশ্ন বঙ্কিমচন্দ্র কি বিজেপির বাবার সম্পত্তি হয়ে গিয়েছে।

গত সপ্তাহে কলকাতায় এসে ডিজি বিড়লা সভাঘরে শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের তরফে আয়োজিত বঙ্কিমচন্দ্র স্মারক বক্তৃতা দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেখানে তিনি বলেছিলেন, কংগ্রেস ক্ষমতায় থাকার সময়ে বন্দেমাতরমকে রাষ্ট্রগানের স্বীকৃতি দেওয়া হলেও, তার প্রথম দুটি স্তবককে বেছে নেওয়া হয়েছিল। কংগ্রেসের বিরুদ্ধে বন্দেমাতরমকে খণ্ডিত করার অভিযোগ করেছিলেন তিনি। যা দেশভাগের পথকে প্রশস্ত করেছিল বলেও অভিযোগ করেছিলেন অমিত শাহ।
পশ্চিমবঙ্গ সফরকালে অমিত শাহ বলেছিলেন সামনের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি ২২টির বেশি আসন পাবে।
পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে অমিত শাহের এইসব কথাকেই মেনে নিতে পারছেন না বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা কি এতটাই কমে গিয়েছে, যে ২২ টা আসন তারা কেড়ে নেবে? জেল খাটা আসামি বাংলার মাটিতে এসে লেকচার দেবে, আর তৃণমূলের কিছু বলবে না তা হতে পারে না। এই বয়সে তিনিও অমিত শাহের কথা মেনে নিতে পারছেন না বলে জানিয়ে দেন সৌগত রায়। এই সময় অমিত শাহকে উজবুক বলেও মন্তব্য করেন আশুতোষ কলেজের প্রাক্তন এই অধ্যাপক।