খাস জমিতে বাংলো বিক্রি! কোটি কোটির প্রতারণায় গ্রেফতার অভিযুক্ত
সোনারপুরে বাংলো বিক্রির নামে ১০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ। তপসিয়া থেকে গ্রেফতার করা হয়েছে ওই সংস্থার ডিরেক্টর মহম্মদ আনোয়ার
আজিমকে। চক্রে আরও কেকে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। অভিযুক্তকে এদিন বারুইপুর আদালতে তোলা হয়।

অভিযোগ, সোনারপুরের প্রতাপনগর গ্রামপঞ্চায়েতে ২৫০ বিঘা সরকারি খাসজমিতে তপসিয়ার বাসিন্দা মহম্মদ আনোয়ার আজিম প্রোজেক্ট তৈরি করছিলেন। সেখানে বাংলো তৈরি করা হচ্ছিল । অভিযোগ পাওয়ার পর ২০১৬-তে জেলাশাসকের নির্দেশে কাজ বন্ধ করে দেওয়া হয়। ভেঙে দেওয়া হয়েছিল নির্মাণ।
পরবর্তী সময়ে প্রায় ৬০০ জন গ্রাহক মহম্মদ আনোয়ার আজিমের বিরুদ্ধে অভিযোগ জানান। অভিযোগ জমা পড়ে সোনারপুর থানায়। মূলত বারবার টাকা ফেরতের আবেদন জানানোর পরেও সাড়া মেলেনি বলে অভিযোগ।
সোনারপুর থানা থেকে মহম্মদ আনোয়ার আজিমকে থানায় দেখা করার জন্য নোটিশ পাঠানো হয়েছিল। অভিযোগ, সাড়া দেননি অভিযুক্ত। এরপর
মঙ্গলবার পুলিস সূত্র মারফত জানতে পারে তপসিয়ার বাড়িতে রয়েছে মহম্মদ আনোয়ার আজিম।
পুলিশের অভিযোগ, বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে জানলা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল অভিযুক্ত মহম্মদ আনোয়ার আজিম। শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় তাকে। ধৃতের বিরুদ্ধে ১০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে।
যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মহম্মদ আনোয়ার আজিম।