বাবা ফিরবেন, আশাবাদী ঋষি ! আর যা বললেন তিনি শোভন পুত্র
বাবা শোভন চট্টোপাধ্যায় সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন পুত্র ঋষি চট্টোপাধ্যায়। তাঁর মনে হয়, বাবা ভুল বুঝতে পেরে ফিরে আসবেন। তাঁর বাবাকে কেউ ব্যবহার করেছেন বললেও, একবারের জন্যও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম তিনি উল্লেথ করেননি।

ঋষির মতে যদি কোনও ভুল বোঝামুঝি হয়ে থাকে, তাহলে তা সমাধানের জন্য অন্য উপায়ও রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শেখানো পথেই তাঁরা বড় হয়েছেন বলে মন্তব্য করেছেন ঋষি। পুত্র স্নেহে যাকে দেখেছেন, তার ব্যবহারে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়েছেন বলে মনে করেন তিনি।
নিজের বাবার সম্পর্কে বলতে গিয়ে ঋষি সংবাদ মাধ্যমকে জানিয়েছে, বাবা সবার পাশেই দাঁড়িয়েছেন। তবে এই সময়ে তার বাবা ভুল পথে চালিত হয়েছেন বলে মনে করেন তিনি(ঋষি)। কিন্তু দিনের শেষে তো নিজের সচেতনতায় ভুলটা যেকেউ বুঝতে পারেন। তাঁর বাবাও সেটা বুঝতে পারবেন বলে মনে করেন ঋষি।
ঋষি মনে করেন. প্রয়োজনে তাঁর বাবাকে কেউ ব্যবহার করেছেন। নিজেদের স্বার্থেই এই কাজ করা হয়েছে বলে মনে করেন ঋষি। তবে নিজের বাবা সম্পর্কে বলার সময় ঋষি একবারও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেনি।