For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলিশ ঠুঁটো জগন্নাথ, ক্ষমতার দম্ভে ‘বিপজ্জনক’ শাসক! মমতাকে একহাত সোমনাথের

রাজনীতি থেকে তিনি সন্ন্যাস নিয়েছেন অনেক আগেই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে চুপ করে থাকতে পারলেন না। পঞ্চায়েত ভোটের আগে মুখ খুললেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

পুলিশকে ঠুঁটো জগন্নাথ করে রাজ্যে ভোটের নামে রক্তের উৎসব চালানো হচ্ছে বলে অভিযোগ করলেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যে গণতন্ত্রকে ধুলোয় মিশিয়ে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হচ্ছে। আর এসব করা হচ্ছে ক্ষমতা দখলের ইচ্ছা থেকেই। বিরোধী শূন্য পঞ্চায়েত গড়তে গিয়ে জঙ্গলের রাজত্ব কায়েম করতেও বাধছে না রাজ্যের।

 পুলিশ ঠুঁটো জগন্নাথ, ক্ষমতার দম্ভে ‘বিপজ্জনক’ শাসক! মমতাকে একহাত সোমনাথের

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমনাথ চট্টোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গকে জঙ্গলের দেশে পরিণত করতে পুলিশের ভূমিকা খুবই হতাশাজনক। রাজ্যে এসব কী চলছে? সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। অথচ পুলিশ হেলমেট না পরা বাইক বাহিনীকে ঢুকিয়ে সন্ত্রাসে মদত দিচ্ছে। সাংবাদিকদের অপহরণ করা হচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার ভূলুণ্ঠিত।

তিনি অভিযোগ করেন, পুলিশ মানুষের জন্য কাজ করছে না। এই ঘটনা শুধু দুঃখের নয়, এটা একটা বিপজ্জনক প্রবণতা। নির্বাচন উৎসবের মতো, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে পুলিশকে ঠুঁটো জগন্নাথ করে নির্বাচন করা হচ্ছে। আর পুলিশও নিশ্চুপ হয়ে সেই কাজ করে চলেছে। রাজ্যে ৩৫৬ ধারা জারির মতো অবস্থা তৈরি হয়েছে।

তাঁর কথায়, শাসক পক্ষ বলছে, বিরোধীদের প্রার্থী দেওয়ার মতো লোক নেই। আমরা উন্নয়ন করেছি। উন্নয়নের জোয়ারে সব মানুষ শাসক পক্ষে। তাহলে এত গন্ডগোল কোন। কোন মনোনয়ন দিতে বাধা দেওয়া হচ্ছে। আর যখন হিংসা-রক্তপাত-সন্ত্রাস চলছে, তখন বলছে বিরোধীরা গন্ডগোল পাকাচ্ছে। এখানেই তো প্রশ্ন ওঠা স্বাভাবিক তাহলে তোমার পুলিশ করছে কী?

English summary
Former speaker of Loksabha Somnath Chatterjee attacks Mamata Banerjee on panchayat issue. He says no democracy in West Bengal. He says that police is not play right role,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X