For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে 'বার্তা' রাহুলের! দলে অনেকেই আসছেন, বললেন সোমেন, দেখুন ভিডিও

দলকেই মর্যাদা। দলের মর্যাদা ক্ষুণ্ণ করে কোনও কাজ নয়। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এমনটাই জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে।

  • |
Google Oneindia Bengali News

দলকেই মর্যাদা। দলের মর্যাদা ক্ষুণ্ণ করে কোনও কাজ নয়। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এমনটাই জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে। একইসঙ্গে রাহুল গান্ধী জানিয়েছেন, প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্তকেই অনুমোদন দেবে হাইকমান্ড। রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সোমেন মিত্র। সঙ্গে ছিলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, অধীর চৌধুরী-সহ অনেকেই।

 মমতাকে বার্তা রাহুলের! দলে অনেকেই আসছেন, বললেন সোমেন, দেখুন ভিডিও

রাজ্যে দলকে কোমর সোজা করে দাঁড়াতে হবে। রাহুল গান্ধী বলেছেন প্রদীপ ভট্টাচার্যকে। রাহুল গান্ধীর সঙ্গে দিল্লিতে এদিন বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি-সহ অনেকেই। সেখানেই এই কথা হয়। প্রদীপ ভট্টাচার্য জানান, সম্মান ক্ষু্ণ্ণ করে কোনও কাজ নয়। দলকে শক্তিশালী করার কথা বলেছেন রাহুল গান্ধী।

[আরও পড়ুন:মোদীর রিপোর্টে এগিয়ে মমতা! ২০১৯ লোকসভার আগে কেন্দ্রের ডেটায় বিপাকে বিজেপি][আরও পড়ুন:মোদীর রিপোর্টে এগিয়ে মমতা! ২০১৯ লোকসভার আগে কেন্দ্রের ডেটায় বিপাকে বিজেপি]

কংগ্রেস নিজের পায়ে দাঁড়াক। মাথা উঁচু করে কাজ করুক। এমনটাই বলেছেন রাহুল। সাংবাদিকদের জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। রাহুল গান্ধী নিজেই পশ্চিমবঙ্গে আসবেন বলে জানিয়েছেন, সোমেন মিত্র।

[আরও পড়ুন: 'মুণ্ডু চাই' পোস্টারের পর শুভেন্দু-দিব্যেন্দুকে 'দাঙ্গাবাজ' তকমা! ফেসবুক-পোস্টে শ্রীঘরে যুবক][আরও পড়ুন: 'মুণ্ডু চাই' পোস্টারের পর শুভেন্দু-দিব্যেন্দুকে 'দাঙ্গাবাজ' তকমা! ফেসবুক-পোস্টে শ্রীঘরে যুবক]

রাহুল গান্ধীকে প্রদেশ কংগ্রেসের তরফে জানানো হয়েছে, রাজ্যে কংগ্রেসকে নিজের পায়ে দাঁড়িয়ে শক্তিশালী করার লক্ষে নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

[আরও পড়ুন: অমিত শাহের বিরুদ্ধে জনতার দরবারে অভিষেক! নেওয়া হচ্ছে অভিনব পরিকল্পনা][আরও পড়ুন: অমিত শাহের বিরুদ্ধে জনতার দরবারে অভিষেক! নেওয়া হচ্ছে অভিনব পরিকল্পনা]

English summary
Somen Mitra meets Rahul Gandhi in Delhi and consulted over West Bengal organisation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X