ভোরের ঘণ্টা দেড়েকের বৃষ্টিতে ভাসল কলকাতার বিভিন্ন এলাকা
ভোরের ঘণ্টা দেড়েকের বৃষ্টিতে জলে ভাসল কলকাতার বিভিন্ন অংশ। জল জমে যায় বেহালার একাধিক ওয়ার্ডে। জল জমে তথ্য প্রযুক্তি নগরী সেক্টর ফাইভেও। বৃষ্টি হয় কলকাতার সন্নিহিত জেলাগুলিতেও।

মঙ্গলবার ভোর তিনটে সোয়া তিনটে নাগাদ থেকে বজ্র-বিদ্যুৎ সহকারে বৃষ্টি শুরু হয়। মাঝে বেশ কয়েকদিন বৃষ্টি হয়নি। তাপমাত্রার পারদও চড়ছিল। বৃষ্টি হওয়ায় একধাক্কায় মঙ্গলবার ভোর থেকে কিছুটা স্বস্তির আবহাওয়া।
কয়েকদিন বৃষ্টি না হলেও, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অবস্থানের কারণে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই দিয়েছিল আবহাওয়া দফতর। সিকিম, হিমালয়ের পাদদেশে রাজ্যের পাঁচ জেলা ছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস ছিল। পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে ছিল বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।
পাটনা থেকে বাংলাদেশের ওপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। যদিও বঙ্গোপসাগরের ওপরে থাকা মৌসুমী অক্ষরেখাটি কিছুটা দুর্বল। রাজ্যে এখনও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অবস্থান করায় আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উল্লিখিত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।