For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাবেকিয়ানা ছেড়ে 'থিম পুজো'-র পথে হাঁটছে কলকাতার এই পুরনো বারোয়ারি পুজোগুলি

প্যান্ডেলে প্যান্ডেলে সাবেকি প্রতিমার জায়গায় এসেছে থিমের প্রতিমা। প্যান্ডেলের সাজে এসেছে 'থিমের' সাজ।

  • |
Google Oneindia Bengali News

দিন যত এগিয়েছে ততই পাল্টেছে শহর থেকে শহরতলীর পুজো সাংস্কৃতি। পুজোর পরম্পরা এক থাকলেও , আড়ম্বরে যোগ হয়েছে নানা স্বাদের নানা বিষয়।

সেই নিয়মেই প্যান্ডেলে প্যান্ডেলে সাবেকি প্রতিমার জায়গায় এসেছে থিমের প্রতিমা। প্যান্ডেলের সাজে এসেছে 'থিমের' সাজ ।

বদলে গিয়েছে দুর্গাপুজোর ঘরানা। উত্তর কলকাতার বহু পুরনো সাবেকি বারোয়ারি পুজোতেও এই বছরে নতুন এই ঘরানার চল শুরু হল।

কাশী বোস লেনের দুর্গাপুজো

কাশী বোস লেনের দুর্গাপুজো

উত্তর কলকাতার কাশী বোস লেনের দুর্গাপুজোতে এবার থিমের ছোঁয়া। ৮০ বছরের পুরনো এই পুজোতে এবারের থিম সঙ্গীতের প্রাসঙ্গিকতাকে কেন্দ্র করে। যদিও এবছর এখানে প্রতিমা হবে সাবেকী ধাঁচেই।

মানিকতলা বিবেকানন্দ স্পোর্টিং

মানিকতলা বিবেকানন্দ স্পোর্টিং

৭১ বছরে পড়তে চলেছে কলকাতার এই অন্যতম প্রাচীন পুজো , মানিকতলা বিবেকানন্দ স্পোটিং অ্যাসোসিয়েশন। এখানেও প্যান্ডেল এবছর সাবেকি সাজ ছেড়ে , নিজেকে সাজিয়েছে থিমের মোড়কে। এবছরে তাঁদের থিম ' মুখোশে মোড়া মুখের মেলা'।

শ্যামবাজার নবীন সংঘ

শ্যামবাজার নবীন সংঘ

বেনদিয়ানায় ঠাসা উত্তর কলকাতার অন্যতম পুরনো পুজো শ্যামবাজারের নবীন সংঘষের পুজো। সেখানে এবছরের থিম 'শান্তি বাড়ি'। এখানে দুর্গাপুজোকে ঘিরেই বিভিন্ন পবিত্রতাকে তুলে ধরা হবে।

উত্তর কলকাতার সাবেকি পুজো

উত্তর কলকাতার সাবেকি পুজো

দিন বদলের সঙ্গে সাবেকিয়ানা ছেড়ে এবার অনেক পুজোই থিম পুজোতে নিজেকে মুড়ে ফেললেও, বাগবাজার সার্বজনীন, বিডন স্ট্রিটের পুজো কিন্তু সেই চারিচারিত ঐতিহ্য মেনেই সাবেকিয়ানা মেনেই পুজো আয়োজন করছে।

English summary
Some of North Kolkata's Old 'Barowaari' Durga Pujas Are Now Turning To Theme
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X