For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিন তালাক নিয়ে মমতাদির কী মতামত, প্রশ্ন স্মৃতি ইরানির

ধর্ম সংক্রান্ত বিষয়ে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা , ২০ এপ্রিল : পুরীতে জগন্নাথ মন্দিরে পুজো বিতর্কে ইতিমধ্যেই বিজেপির আক্রমণের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ধর্ম সংক্রান্ত বিষয়ে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

এর আগে বিজেপিকে 'হিন্দুত্বের নামে কলঙ্ক' বলে উল্লেখ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যেরই পাল্টা হিসাবে এদিন কলকাতায় এসে স্মৃতি ইরানি বলেন, " আমি এমনই একটি রাজ্যে বর্তমানে আছি যেখানের মুখ্যমন্ত্রীও একজন মহিলা। সবার জন্য যখন ন্যায় বিচারের কথা বলা হচ্ছে তখন আমি জানতে চাই, তিন তালাক নিয়ে মমতা দিদির কী মতামত?"

তিন তালাক নিয়ে মমতাদির কী মতামত, প্রশ্ন স্মৃতি ইরানির

এদিকে, পুরী জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশ নিয়ে বজরং দল ও বিজেপির ক্রমাগত বিরোধিতা সত্ত্বেও গতকাল পুজোন তৃণমূল নেত্রী। তারপরই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ," এইযো দিল্লিওয়ালারা, যারা দিল্লিই সামলাতে পারেনা তারা আবার পশ্চিমবঙ্গ, বিহার ,ওড়িশাকে খারাপ বলে? "

প্রসঙ্গত, নারদকাণ্ডে একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা নিয়ে ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত বিজেপি- তৃণমূল দ্বন্দ্ব ফের চরমে ওঠে। এরপর ফের একবার ধর্মের তাস খেলে বিজেপি-তৃণমূলের এই নতুন সংঘাত কতদূর যায় এখন সেটাই দেখার।

English summary
Mamata Banerjee launched that fight-back from Puri in Odisha, at a press meet and on Facebook. Her thrust: "BJP was a blot on Hinduism, regional parties must unite and she may even meet the Odisha chief minister tomorrow."In Kolkata, Union textiles minister Smriti Irani also hurled a googly at Ms Banerjee. "I am ...in a state headed by a female chief minister. When we are talking about justice for all, I would love to know what Mamata di has to say about triple talaq," she said.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X