For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আকাশপথে দক্ষিণেশ্বর মন্দিরে ঝঞ্ঝাটমুক্ত মায়ের দর্শনলাভ! জুড়ে যাচ্ছে ট্রেন-মেট্রো-ফেরি

আকাশ পথে মায়ের দর্শন। এবার দর্শনার্থীরা আকাশ পথে হেঁটেই পৌঁছে যাবেন দক্ষিণেশ্বরের। সোমবার সেই পথ খুলে যাচ্ছে। মা ভবতারিণীর দর্শনলাভে এবার ঝঞ্ঝাটমুক্ত আকাশপথ।

  • |
Google Oneindia Bengali News

আকাশ পথে মায়ের দর্শন। এবার দর্শনার্থীরা আকাশ পথে হেঁটেই পৌঁছে যাবেন দক্ষিণেশ্বরের। সোমবার সেই পথ খুলে যাচ্ছে। মা ভবতারিণীর দর্শনলাভে এবার ঝঞ্ঝাটমুক্ত আকাশপথই হবে মোক্ষলাভের মাধ্যম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সূচনা হচ্ছে রাজ্যের প্রথম স্কাই-ওয়াকের। অবশেষে সব প্রতীক্ষার অবসান।

আকাশপথে দক্ষিণেশ্বর মন্দিরে ঝঞ্ঝাটমুক্ত মায়ের দর্শনলাভ! জুড়ে যাচ্ছে ট্রেন-মেট্রো-ফেরি

এই আকাশ পথ চালু হওয়ার পর দক্ষিণেশ্বর মন্দিরের আগত দর্শনার্থীরা বিশেষ সুবিধা পাবেন। ডানলপের ব্যস্ত রাস্তায় যানজটের হ্যাপা থেকে মুক্ত হয়ে আকাশপথে এবার সহজেই পৌঁছে যাওয়া যাবে দক্ষিণেশ্বর মন্দিরের দোরগোড়ায়। সমস্ত আয়োজন সারা। ১৪টি এসকেলেটর, ৪টি লিফ্ট ও ৮টি সিঁড়ি।

[আরও পড়ুন:নির্বিচারে গুলি চালিয়ে খুনের পর ফের আক্রান্ত বাঙালি, অসমে চলছে উগ্রপন্থী আস্ফালন][আরও পড়ুন:নির্বিচারে গুলি চালিয়ে খুনের পর ফের আক্রান্ত বাঙালি, অসমে চলছে উগ্রপন্থী আস্ফালন]

এই স্কাইওয়াক দক্ষিণেশ্বরের যাত্রাপথে একাধিক জায়গার সঙ্গে সংযোগস্থাপন করেছে। দক্ষিণশ্বরের স্কাইওয়াক জুড়ে দেবে ট্রেনপথ, প্রস্তাবিত মেট্রো ও ফেরিঘাটকে। ৩৮০ মিটার দীর্ঘ স্কাইওয়াক, ১০ মিটার প্রশস্ত। সেইসঙ্গে রয়েছে চলমান সিঁড়ি, লিফট। ছাদ তৈরি হয়েছে পলিমারের শিট দিয়ে।

[আরও পড়ুন: ২০১৯ লোকসভায় প্রধানমন্ত্রী পদপ্রার্থী নাও হতে পারেন রাহুল গান্ধী, ইঙ্গিত কংগ্রেস নেতার][আরও পড়ুন: ২০১৯ লোকসভায় প্রধানমন্ত্রী পদপ্রার্থী নাও হতে পারেন রাহুল গান্ধী, ইঙ্গিত কংগ্রেস নেতার]

পরিষেবার শেষ নয় এখানেই, এই স্কাইওয়াকে থাকছে সিসিটিভির নজরদারি। থাকছে অগ্নিনির্বাপণ ব্যবস্থা। থাকছে থ্রি-ডি আলোকসজ্জা। স্কাইওয়াকের ভিতরে থাকছে দোকান। এইসব দোকান থেকে পুজোর ডালি কিনে মন্দিরে যাওয়া যাবে। মোট কথা, দক্ষিণেশ্বর মন্দির নতুন রূপ পাবে এই স্কাই ওয়াকের ফলে।

[আরও পড়ুন: শহরে বিধ্বংসী আগুন! কালো ধোঁয়া বিস্তীর্ণ এলাকায়, ভিডিওতে দেখুন][আরও পড়ুন: শহরে বিধ্বংসী আগুন! কালো ধোঁয়া বিস্তীর্ণ এলাকায়, ভিডিওতে দেখুন]

English summary
Sky-walk toward Dakshineswar Temple is inaugurated by Mamata Banerjee. It is first sky-walk of Kolkata and also West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X