For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উন্নয়নের দোহাই! স্বাধীনতার দিনে 'স্বাধীন' সিদ্ধান্ত ৬ পঞ্চায়েত সদস্যের

উন্নয়নের জন্য দলবদলে বাদ গেল না স্বাধীনতা দিবসের দিনটিও। এদিন উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার বাগজোলা গ্রাম পঞ্চায়েতের ছয় বিরোধী সদস্য তৃণমূলে যোগ দেন। ফলে পঞ্চায়েতটি বিরোধী শূন্য হয়ে পড়ল।

  • |
Google Oneindia Bengali News

উন্নয়নের জন্য দলবদলে বাদ গেল না স্বাধীনতা দিবসের দিনটিও। এদিন উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার বাগজোলা গ্রাম পঞ্চায়েতের ছয় বিরোধী সদস্য তৃণমূলে যোগ দেন। ফলে পঞ্চায়েতটি বিরোধী শূন্য হয়ে পড়ল।

উন্নয়নের দোহাই! স্বাধীনতার দিনে স্বাধীন সিদ্ধান্ত ৬ পঞ্চায়েত সদস্যের


স্বাধীনতা দিবসের দিন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া বড় ধাক্কা বিরোধীদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ওপর ভরসা করে উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া ব্লকের বাগজোলা গ্রাম পঞ্চায়েতের বাম ও কংগ্রেস জোটের মোট ছয় সদ্য জয়ী পঞ্চায়েত সদস্য সহ প্রায় দু হাজার কংগ্রেস ও সিপিএমের নেতা কর্মী ও সমর্থকরা বুধবার সকালে তৃণমূলে যোগ দেন। ফলে এই পঞ্চায়েত বিরোধী শূন্য হয়ে গেল।

উত্তর ২৪ পরগনায় পঞ্চায়েত ভোটের দিন জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা জ্যোতিপ্রিয় মল্লিক যেমন ভোটকে উন্নয়নের ভোট বলেছিলেন, অন্যদিকে সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশ থেকে বহিরাগতদের এনে ভোট করানোর অভিযোগ করেছিলেন সিপিএম ও বিজেপির বিরুদ্ধে। তবে জেলার বেশিরভাগ আসন যে তৃণমূল দখল করবে সেই বিশ্বাসও ব্যক্ত করেছিলেন তিনি। সেই পথেই হাঁটছে উত্তর ২৪ পরগনা। ভোটের ফল বেরনোর পর থেকে তৃণমূলে যোগদান চলছেই। পঞ্চায়েতে বোর্ড গঠনের আগেই সেই উন্নয়নের দোহাই দিয়েই শাসকদলে যোগদানের ঘটনা এবার বাদুড়িয়ায়।

English summary
Six Panchayat members from Baduria joined TMC on the Independence day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X