উল্টোডাঙা উড়ালপুলের ভবিষ্যত নির্ধারণ! পরিদর্শনে যাচ্ছে ৬ সদস্যের বিশেষজ্ঞ দল
উল্টোডাঙা উড়ালপুলের ভবিষ্যত নির্ধারণে ছয় সদস্যের বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। এই দলে রয়েছেন দুজন ইঞ্জিনিয়ার। বাকি চারজন হলেন সেতু বিশেষজ্ঞ। বৃহস্পতিবার তাঁরা উড়ালপুল পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার ফাটল নজরে আসার পর ৩ আপাতত ৩ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয় উল্টোডাঙা উড়ালপুল।

ফের ফাটল নজরে
উল্টোডাঙা ফ্লাইওভারে বিপজ্জনক ফাটল। যার জেরে আপাতত ৩ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ওই ফ্লাইওভার। এদিনও অপর একটি জায়গায় ফাটল লক্ষ্য করা যায় বলে সূত্রের খবর। মঙ্গলবার ফ্লাইওভারের স্বাস্থ্য পরিদর্শনে যাওয়ার পর একটি পায়ায় ফাটল ধরা পড়ে। সন্ধে থেকে বন্ধ করে দেওয়া হয় উড়ালপুল।

কনস্ট্রাকশন বিশেষজ্ঞদের মত
এই উড়ালপুরে আগেই একটি দুর্ঘটনা হয়েছে। নির্মাণ যতটা ভাল হওয়া উচিত ততটা হয়নি বলে মনে করছেন এই কনস্ট্রাকশন বিশেষজ্ঞ চন্দ্রচূড় ভট্টাচার্য। তাঁর মতে
এখনই উড়ালপুলটির হেলথ অডিট হওয়া প্রয়োজন। জানা গিয়েছে, বৃহস্পতিবার পরিদর্শনে যাবেন সেতু বিশেষজ্ঞ অমিতাভ ঘোষাল। ফাটল ধরা পায়াটি আদৌ কোনও
মেরামত করা সম্ভব নাকি ভেঙে ফেলতে হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেবে বিশেষজ্ঞ কমিটি। দলে থাকবেন কেএমডি-র দুই ইঞ্জিনিয়ার ভাস্কর সেনগুপ্ত এবং আশিস সেন। এছাড়াও
খড়গপুর আইআইটির ডেপুটি ডিরেক্টর শ্রীমান ভট্টাচার্য। থাকবেন কনসালট্যান্ট সমীরণ সেন এবং স্থপতি বিশেষজ্ঞ সুব্রত চক্রবর্তীও।

ভিআইপি রোডে প্রবল যানজট
এদিকে উল্টোডাঙা উড়ালপুর বন্ধ থাকায় মঙ্গলবারের মতো বুধবার সন্ধেতেও প্রবল যানজট তৈরি হয়। উড়ালপুর বন্ধ থাকার কারণে গাড়ির গতি শ্লথ
হয়ে যায়। বাড়ি ফেরার পথে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
২০১৩ সালে ভেঙে পড়েছিল ফ্লাইওভারের স্টিফ কার্ভ গার্ডার। যা পড়েছিল নিচের খালে। তৈরি হওয়ার দুবছরের মধ্যে ভেঙে পড়ায় উড়ালপুলের নির্মাণ নিয়ে প্রশ্ন
তৈরি হয়েছিল। জানা গিয়েছে ওই ফ্লাইওভারের নকশা তৈরি করেছিল কনসালন্টিং ইঞ্জিনিয়ারিং সার্ভিস। নকশা পরীক্ষা করেছিল ইরকন। আর ফ্লাইওভার তৈরি করেছিল সরকার অধিগৃহীত সংস্থা ম্যাকিনটোস বার্ন। ২০১৪-র পুজোর আগে ফের চালু করা হয়েছিল ফ্লাইওভার।