For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীতিই আসল কথা, দল বা নেতাকে গৌণ করে প্রাসঙ্গিকতার ‘সন্ধান’ দিলেন ইয়েচুরি

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির আর্জি, বিকল্প নীতি তুলে ধরতে হবে মানুষের কাছে। তবেই মানুষের আস্থাভাজন হওয়া সম্ভব। ফের প্রাসঙ্গিকতা ফিরিয়ে দিতে পারে বিকল্প নীতিই।

Google Oneindia Bengali News

নীতিই আসল কথা, নেতা নয়। এই সার কথা মেনেই বিকল্প নীতি রূপায়ণের বার্তা দিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সোমবার কলকাতায় সিপিএমের রাজ্য সম্মেলনে দলের সদস্যদের কাছে তাঁর আর্জি, বিকল্প নীতি তুলে ধরতে হবে মানুষের কাছে। তবেই মানুষের আস্থাভাজন হওয়া সম্ভব। ফের প্রাসঙ্গিকতা ফিরিয়ে দিতে পারে বিকল্প নীতিই।

নীতিই আসল কথা, দল বা নেতাকে গৌণ করে প্রাসঙ্গিকতার ‘সন্ধান’ দিলেন ইয়েচুরি

সাম্প্রদায়িক বিজেপির কাছে ত্রিপুরায় ভরাডুবি হয়েছে সিপিএমের। প্রথমে বাংলায় তৃণমূলের কাছে জমি হারাতে হয়েছে, তারপর ত্রিপুরাতে দুই সাংগঠনিক দলের প্রথম লড়াইয়েই হার মানতে হয়েছে কমিউনিস্ট পার্টিকে। এই অবস্থায় সাম্প্রদায়িক বিজেপিকে পরাস্ত করতে মানুষের আস্থা অর্জনই মূল লক্ষ্য হওয়া উচিত। আর তা হবে বিকল্প নীতি তুলে ধরা সম্ভব হলেও।

এদিন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, 'মোদী সরকারের জনবিরোধী নীতিকে উন্মোচিত করে মানুষের আস্থা অর্জন করতে বিকল্প নীতি তুলে ধরা জরুরি। আর সেই নীতি হতে হবে মানুষের বিশ্বাসযোগ্য। মানুষ এমনই নীতি দেখতে চায়, যার প্রতি তাঁরা চোখ বুজিয়ে বিশ্বাস রাখতে পারবে। কিন্তু কোনও দলই তা দেখাতে পাচ্ছে না। তাই মানুষ বিজেপির ভাঁওতাকেই বিশ্বাস করে ছুটে যাচ্ছে। তা থেকে রুখতে বামপন্থীদেরই এগিয়ে আসতে হবে। মানুষকে বিশ্বাসযোগ্য নীতির সন্ধান দিতে হবে।'

সীতারাম ইয়েচুরির কথায়, 'গুজরাট থেকে শুরু করে ত্রিপুরার নির্বাচন দেখিয়ে দিয়েছে, মানুষ বিকল্প নীতির সন্ধান করছেন। নেতা বাছাই নয়, নীতি বাছাই করাই আসল কথা। একইভাবে কোন রাজনৈতিক দলকে নিয়ে ঐক্য গঠন করা হচ্ছে সেটা বড় কথা নয়, কোন নীতির উপর ভিত্তি করে ঐক্য গড়া হচ্ছে সেটাই বড়। বিকল্প নীতির প্রশ্নেই ঐক্য গড়ে তুলতে হবে।'

সিপিএম সাধারণ সম্পাদক বলেন, 'বামপন্থীরা বারবার এই বিকল্প নীতির কথা বলে আসছে। ২০১৯-এর আগে এমনই ঐক্যের সন্ধান করতে হবে, যারা বিকল্প নীতি দেবে, মানুষের বিশ্বাস ফিরিয়ে দেবে।' এদিন ফের হিমাচল প্রদেশে সিপিএম প্রার্থীর জয়ের উদাহরণ টেনে বলেন, 'বিকল্প নীতি তুলে আনতে পেরেছিলেন বলেই সিপিএম জয়ী হয়েছে। ত্রিপুরায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে হাত মিলিয়ে ভোটে লড়েছে বিজেপি। বামপন্থীদের উপর আক্রমণ করা হয়েছে। ম্যান ও মাসল পাওয়ার কাজে লাগিয়ে ত্রিপুরায় জয়ী হয়েছে বিজেপি। তার বিরুদ্ধে লড়াই করতে মানুষের বিশ্বাস অর্জন করাই দরকার সবার আগে।'

উল্লেখ্য, সোমবার সকাল থেকে শুরু হয়েছে সিপিএমের ২৫তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন। কলকাতায় প্রমোদ দাশগুপ্ত ভবনে পতাকা উত্তোলন এবং শহিদ বেদিতে মাল্যদান করে সম্মেলনের উদ্বোধন করেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এই সম্মেলন চলবে ৮ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত।

English summary
CPM general secretary Sitaram Yechury says that the key to returning is alternative policy of party. He says at the state conference of West Bengal CPM,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X