For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কারাটের কাছে হার ইয়েচুরির, ইস্তফা দিতে চাইলেন সীতারাম, ফের গোলমাল সিপিএমে

কোণঠাসা সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির গোষ্ঠী। প্রকাশ কারাট গোষ্ঠীর কাছে পিছিয়ে পড়তে হল তাঁদের।

  • |
Google Oneindia Bengali News

সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ছিল। বিজেপি মূল প্রতিপক্ষ কিনা। এবং দ্বিতীয়টি হল কংগ্রেসের সঙ্গে আগামিদিনে জোট বেঁধে লড়া যায় কিনা। একটিতে সহমত হলেও অন্যটিতে বেঁকে বসল যুযুধান দুই গোষ্ঠী। আর সেই লড়াইয়ে কার্যত কোণঠাসা সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির গোষ্ঠী। প্রকাশ কারাট গোষ্ঠীর কাছে পিছিয়ে পড়তে হল তাঁদের।

কারাটের কাছে হার ইয়েচুরির, ইস্তফা দিতে চাইলেন সীতারাম, ফের গোলমাল সিপিএমে

<span class=[আরও পড়ুন:দিল্লিতে ফের নির্বাচনের আশঙ্কা! আপের ২০ বিধায়ককে বরখাস্তে সিলমোহর রাষ্ট্রপতির]" title="[আরও পড়ুন:দিল্লিতে ফের নির্বাচনের আশঙ্কা! আপের ২০ বিধায়ককে বরখাস্তে সিলমোহর রাষ্ট্রপতির]" />[আরও পড়ুন:দিল্লিতে ফের নির্বাচনের আশঙ্কা! আপের ২০ বিধায়ককে বরখাস্তে সিলমোহর রাষ্ট্রপতির]

সীতারাম ইয়েচুরির আনা খসড়া প্রস্তাব ৫৫-৩১ ব্যবধানে হেরে গেল সিপিএমের কেন্দ্রীয় কমিটির সভায়। এই ঘটনার পরে সীতারাম নাকি ইস্তফা দিতে চান। তবে শেষপর্যন্ত বিমান বসুর নেতৃত্বে সিপিএমের বঙ্গ ব্রিগেড বুঝিয়ে রাজি করিয়েছে তাঁকে।

কারাট অথবা ইয়েচুরি দুই গোষ্ঠীই আগামী ভোটে বিজেপির বিরুদ্ধে প্রধান লড়াইয়ের কথা স্বীকার করেন। তবে সীতারামের প্রস্তাব, সমঝোতা করে এগোতে হবে। এতে সায় দেননি কারাটরা। সীতারাম কংগ্রেসের নাম না নিলেও সেই ইঙ্গিতই দিয়েছেন। যা শুনে সরাসরি নাকচ করে দেন কারাটরা। পরে ভোটাভুটিতে ইয়েচুরি গোষ্ঠী হেরে যায়।

কারাটরা পাল্টা তামিলনাড়ুর দল ডিএমকে-র মতো দলের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করেছেন। পাশাপাশি বিভিন্ন রাজ্য নির্বাচনে অংশগ্রহণ করে দলের শক্তিবৃদ্ধির কথাও বলা হয়েছে।

সামনেই ত্রিপুরা নির্বাচন। তার আগে বিজেপিকে ঠেকাতে কী রণকৌশল হওয়া উচিত তা এদিনই ঠিক করে নেওয়ার কথা ছিল। তবে কারাট গোষ্ঠীর বিরোধিতায় হায়দরাবাদে আগামী বৈঠকে রফাসূত্র বেরতে পারে বলে মনে করা হচ্ছে।

[আরও পড়ুন:বিজেপি তৃণমূলের লক্ষ্মী! কোনও চিন্তা নেই সুব্রতর, পঞ্চায়েতে নয়া অঙ্কের তত্ত্ব ][আরও পড়ুন:বিজেপি তৃণমূলের লক্ষ্মী! কোনও চিন্তা নেই সুব্রতর, পঞ্চায়েতে নয়া অঙ্কের তত্ত্ব ]

English summary
Sitaram Yechuri vs Prakash Karat fight in CPM's central committee meeting in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X