For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার রাজপথে লক্ষাধিক কৃষক, শিল্প ও কাজের দাবিতে সিঙ্গুর থেকে রাজভবন অভিযান

কলকাতার উদ্দেশে এখন এগিয়ে আসছে লক্ষাধিক কৃষক। বুধবার দুপুরেই সিঙ্গুরের রতনপুর থেকে কলকাতার উদ্দেশে পদযাত্রা শুরু করেছে খেত মজুরদের দল।

Google Oneindia Bengali News

কলকাতার উদ্দেশে এখন এগিয়ে আসছে লক্ষাধিক কৃষক। বুধবার দুপুরেই সিঙ্গুরের রতনপুর থেকে কলকাতার উদ্দেশে পদযাত্রা শুরু করেছে খেত মজুরদের দল। সিঙ্গুর থেকে রাজভবন নামে এই কৃষক পদযাত্রায় লক্ষাধিক কৃষক পা মিলিয়েছেন বলেই দাবি করা হয়েছে। সিঙ্গুরের রতনপুর থেকে পদযাত্রার সূচনা করেন ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা।

পদযাত্রার মাঝে মিছিলে যোগ দেন সিপিএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এছাড়াও ছিলেন ভারত কৃষকসভার রাজ্য সম্পাদক অমল হালদার। সারাভারত ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক অমিয় পাত্র, হুগলি জেলা কৃষকসভার জেলা সম্পাদক ভক্তরাম পান-রাও। রাতে হাওড়ায় বিভিন্ন বাড়িতে রাত কাটান মিছিলে অংশ নেওয়া কৃষকরা।

কলকাতার উদ্দেশে কৃষকরা

বিধানসভায় সিপিএম-এর মুখ্যসচেতক এই পোস্টিট করে দাবি করেছন বামপন্থাই একমাত্রা ভবিষ্যৎ।

পদযাত্রায় সামিল সূর্যকান্ত

পদযাত্রায় কয়েক কিলোমিটার হাঁটেন সিপিএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, সিপিএম এই ছবিটি টুইট করে, কাজ চেয়ে শিল্পের দাবি-তে এই লঙ মার্চ, মোট নয় দফার দাবিতে এই পদযাত্রা।

[আরও পড়ুন: 'বাথরুমে গিয়ে সন্তানকে স্তন্যপান করান', সাউথ সিটি মলের কথায় বিক্ষোভের ঝড়][আরও পড়ুন: 'বাথরুমে গিয়ে সন্তানকে স্তন্যপান করান', সাউথ সিটি মলের কথায় বিক্ষোভের ঝড়]

শিল্প থেকে বেকারের কাজ-এর দাবি

সিঙ্গুর-সহ রাজ্যের সর্বত্র শিল্পের জন্য অধিগৃহীত জমিতে অবিলম্বে শিল্পের কাজ শুরু করা, কৃষক ও ক্ষেতমজুর-সহ সব বেকারের কাজের দাবি, স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনে কৃষকের ফসল খরচের দেড়় গুণ দাম দিয়ে কেনার ব্যবস্থা করার মতো দাবি জানানো হয়েছে এই পদযাত্রায়।

[আরও পড়ুন:ভোট পরবর্তী জোট! রাজ্যের শাসকদলকে বিজেপির বি-টিম বললেন রাহুল][আরও পড়ুন:ভোট পরবর্তী জোট! রাজ্যের শাসকদলকে বিজেপির বি-টিম বললেন রাহুল]

আজ সমাবেশ রাসমনি রোডে

২৮ তারিখে সিঙ্গুরের রতনপুর থেকে মিছিল শুরু হয়, রাতে হাওড়ার বালিতে ছিল অবসর, ফের বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে পদযাত্রা, দুপুর ২টোয় কলকাতার রাসমনি রোডে সমাবেশ, তারআগে রাজভবনের সামনে এসে জড়়ো হবেন কৃষকরা।

[আরও পড়ুন: কিউআর কোড ব্যবহার করে রেলের টিকিট! ১ ডিসেম্বর থেকে শিয়ালদহ ডিভিশনে নতুন ব্যবস্থা][আরও পড়ুন: কিউআর কোড ব্যবহার করে রেলের টিকিট! ১ ডিসেম্বর থেকে শিয়ালদহ ডিভিশনে নতুন ব্যবস্থা]

দেশজুড়ে আন্দোলনে কৃষকরা

আজ রাজধানীতেও কৃষকদের সমাবেশ, সেখানেও কয়েক লক্ষ কৃষক সংসদ ভবন ঘেরাও করবেন, আট মাস আগে নাসিক থেকে মুম্বই গিয়েছিল কৃষকদের পদযাত্রা, সেই আন্দোলনের সূত্রেই এবার বাঁধা পড়ল সিঙ্গুর থেকে কলকাতা।

হান্নান মোল্লার তোপ

রতনপুরে পদযাত্রা উদ্বোধন করে হান্নান মোল্লা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তোপ দাগেন, তিনি বলেন, সিঙ্গুরের মানুষ প্রতারিত হয়েছেন, সিঙ্গুরে শিল্পায়নও হয়নি, চাষও হয়নি। সিঙ্গুর নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন বলেও অভিযোগ করেন।

রাতের অন্ধকারে বাড়ি বাড়ি অতিথি

হাওড়ার বালিতে বুধবার সন্ধ্যায় পদযাত্রা-র প্রথম পর্ব শেষ হতেই, এলাকার বিভিন্ন বাড়িতে অতিথি হন কৃষকরা, সেখানে ছোট ছোট আকারে চলে মিটিং, বোঝানো হয় এই পদযাত্রা কেন জরুরি।

কলকাতার রাজপথে পদযাত্রা

৫২ কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর অবশেষে কলকাতায় প্রবেশ, আর সেই পদযাত্রার ভিডিও ফেসবুকে আপলোড করেছে সিপিএম বাঁকুড়া।

হাওড়া ব্রিজ পার করে পদযাত্রা

আরও একটি ভিডিও-তে দেখা গিয়েছে কীভাবে হাওড়া ব্রিজ পার করে কলকাতায় প্রবেশ করেছে পদযাত্রা।

কলকাতায় মিছিল প্রবেশের ছবি

কলকাতায় পদযাত্রা প্রবেশের আরও এক ছবি সামনে এল। কলকাতার সঙ্গে সঙ্গে এদিন দিল্লিতেও কৃষকদের সংসদ অভিযান। কষি ঋণ মুকুব করার দাবি-সহ ফসলের ন্যর্যমূল্য পাওয়ার দাবি জানানো হবে।

শিয়ালদহ থেকে মিছিল

শিয়ালদহ স্টেশন চত্বর থেকেও এদিন একটি পদযাত্রা শুরু হয়, যার লক্ষ ছিল ধর্মতলায় রানি রাসমিন রোড।

কাতারে কাতারে মানুষ

পদযাত্রার যে ভিডিও ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে কলকাতার উদ্দেশে এগিয়ে চলেছে মানুষের বিশাল ভিড়।

English summary
More than lakhs of farmers will acquire street of Kolkata today. They will protest in the city for 9 agenda including jobs and the transparent policy in the favour of farmers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X