For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙার নেপথ্যে র‌্যাডিক্যালের আড়ালে মাওবাদী হাত! কী বলছে এসটিএফ

ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পরে লেনিনের মূর্তি ভাঙা হয়েছে। একটি নয়, দুটি মূর্তি ভাঙা হয়েছে। আর তার প্রতিবাদেই কলকাতায় শ্যামাপ্রসাদের মূর্তির উপরে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ঘটনায় অভিযুক্তরা।

  • |
Google Oneindia Bengali News

বুধবার সকালে জন সংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে কালি মাখানো ও হাতুড়ি দিয়ে ভাঙার ঘটনা ঘটে কেওড়াতলা মহাশ্মশানের কাছে। যার পর শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙার নেপথ্যে মাওবাদী হাত!

ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পরে লেনিনের মূর্তি ভাঙা হয়েছে। একটি নয়, দুটি মূর্তি ভাঙা হয়েছে। আর তার প্রতিবাদেই কলকাতায় শ্যামাপ্রসাদের মূর্তির উপরে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ঘটনায় অভিযুক্ত অভিষেক মুখোপাধ্যায় নামে এক যুবক।

এদিন পুলিশ মোট সাতজনকে শ্যামাপ্রসাদের মূর্তি নষ্ট করার অভিযোগে গ্রেফতার করেছে। এদের মধ্যে প্রায় সকলেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান বা প্রাক্তন ছাত্রছাত্রী। এরা অভিষেকের নেতৃত্বে এদিন সকাল আটটা নাগাদ কেওড়াতলা মহাশ্মশান এলাকায় জড়ো হয়ে মূর্তি হাতুড়ি মেরে ভাঙে ও কালি লেপে দেয়।

পুলিশ স্থানীয়দের সাহায্যে সকলকেই গ্রেফতার করে আলিপুর আদালতে পেশ করছে। ধৃত অভিষেক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। এদিন গ্রেফতারির পরও তীব্র ক্ষোভ উগরে সে স্পষ্ট জানিয়েছে, ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙার প্রতিবাদ করেই এই কাজ করেছে তারা। প্রত্যেকেই নিজেদের র‌্যাডিক্যাল নামে সংগঠনের সদস্য বলে দাবি করেছে।

জানা গিয়েছে, এই অভিষেক মুখোপাধ্যায় একসময়ে মাওবাদীদের সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে ছিল। আগেও একবার এসটিএফের হাতে গ্রেফতার হয়ে বেশ কিছুদিন জেল খেটেছিল। পরে ছাড়া পায়। এবারও সেই হিংসাত্মক ঘটনায় জড়িয়ে পুলিশের হাতে পড়েছে।

এই সাতজনের দাবি অনুযায়ী যে র‌্যাডিক্যাল নামে সংগঠনের হয়ে তারা এই প্রতিবাদ করেছে, তাদের কাজকর্ম খতিয়ে দেখছে পুলিশ। এজন্যই পুলিশ এদিন ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে। এই ঘটনায় অন্য কোনও সংগঠন জড়িয়ে রয়েছে কিনা তা পুলিশ জানতে চাইছে।

English summary
What Naxal leader Abhishek Mukherjee says after his arrest on Shyama Prasad Mukerjee statue valdalised case in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X