For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে প্রধানমন্ত্রী চান বিজেপির সাংসদ! ‘আয়রন লেডি’র পক্ষে জোর সওয়াল

মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন আগেও অনেকে। তৃণমূলের অন্দরে তো এই দাবি রয়েছেই, তারপর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও বাঙালি প্রধানমন্ত্রীর হয়ে সওয়াল করেছিলেন।

  • |
Google Oneindia Bengali News

মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন আগেও অনেকে। তৃণমূলের অন্দরে তো এই দাবি রয়েছেই, তারপর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও বাঙালি প্রধানমন্ত্রীর হয়ে সওয়াল করেছিলেন। তারপর ভারত বিখ্যাত আইনজীবী রাম জেঠমালানিও মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। এবার সেই দাবি করে বসলেন বিজেপিরই এক সাংসদ।

বিজেপি সাংসদের দাবি

বিজেপি সাংসদের দাবি

যদিও বিজেপিতে তিনি এখন ব্রাত্য। বিজেপির বিদ্রোহীদের তালিকায় তাঁর নাম। তিনি শত্রুঘ্ন সিনহা। তিনিই এবার দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখার। রাম জেঠমালানির সুরে সুর মিলিয়েই তিনি দাবি করলেন দিল্লির রাজনীতিতে শীর্ষপদে মমতাকে দরকার।

বিজেপির খাস তালুকেই উঠল দাবি

বিজেপির খাস তালুকেই উঠল দাবি

আর এই দাবি তিনি তুললেন বিজেপির খাসতালুকে দাঁড়িয়েই। অসমের গুয়াহাটিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, মমতাকে চাই প্রধানমন্ত্রী পদে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দিল্লির রাজনীতিতে আবার জোয়ার আসবে না। দেশকে সঠিক পথে চালনা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দরকার।

মমতা ‘আয়রন লেডি’

মমতা ‘আয়রন লেডি’

ওই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘আয়রন লেডি' বলে আখ্যা দিলেন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, সারাজীবন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রাম ও আন্দোলনের মধ্যে দিয়ে এগিয়েছেন। প্রকৃত অর্থেই হয়ে উঠেছেন সর্বজনগ্রাহ্য জননেত্রী। তাই দেশকে নেতৃত্ব নেওয়ার সবথেকে যোগ্য তিনিই।

শত্রুঘ্নর পাশে ঋতব্রত

শত্রুঘ্নর পাশে ঋতব্রত

সম্প্রতি সংসদীয় কমিটির বৈঠকে অংশ নিয়ে শত্রুঘ্ন সিনহা এসেছিলেন গুয়াহাটিতে। এই বৈঠকে উপস্থিত ছিলেন বর্তমানে তৃণমূল ঘনিষ্ঠ সাংসদ বামপন্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতিতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দেন শত্রুঘ্ন। আগামী লোকসভা নির্বাচনে অসাম্প্রদায়িক ও উন্নয়নমুখী সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ আলোচনা হয় তাঁদের।

[আরও পড়ুন: মোদীর হাতে সর্দার প্যাটেলের মূর্তি উন্মোচন, নেপথ্যে বইছে ক্ষোভ ও আতঙ্কের চোরাস্রোত][আরও পড়ুন: মোদীর হাতে সর্দার প্যাটেলের মূর্তি উন্মোচন, নেপথ্যে বইছে ক্ষোভ ও আতঙ্কের চোরাস্রোত]

মমতার গুণমুগ্ধ শত্রুঘ্ন

মমতার গুণমুগ্ধ শত্রুঘ্ন

বিজেপির বিদ্রোহী সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, ব্যক্তিগতভাবে আমি মমতাজির গুণমুগ্ধ ভক্ত। মমতার জনআবেগ সামলানোর যে ক্ষমতা, তা অতি উচ্চমানের। তাঁর সঙ্গে এই মুহূর্তে কারও পাল্লা দেওয়া কঠিন। উনি আগামী নির্বাচনে একটা সুইপিং এফেক্ট আনবেন বলেই আমার বিশ্বাস। মমতার কিছু বিশেষ গুণের জন্যই আমি মমতার পক্ষে।

[আরও পড়ুন:রাহুলের ভুল ধরিয়ে দিল বিজেপি! ১০০ বার অনুশীলনের পরামর্শ গেরুয়া শিবিরের ][আরও পড়ুন:রাহুলের ভুল ধরিয়ে দিল বিজেপি! ১০০ বার অনুশীলনের পরামর্শ গেরুয়া শিবিরের ]

মমতার গ্রহণযোগ্যতা অধিকতর

মমতার গ্রহণযোগ্যতা অধিকতর

অনেকের থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা বেশ খানিকটা বেশি। শত্রুঘ্নের এই ব্যাখ্যায় যে শুধু বিজেপির কপালে চিন্তার ভাঁজ পড়বে তা নয়, মোদী বিরোধী যে জোট সমীকরণ গড়ে তোলার চেষ্টা চলছে, তার অনেক নেতারই চিন্তা বাড়বে শক্রঘ্নের কথায়। এর আগে রামজেঠমালানিও মমতার পক্ষে সওয়াল করেন।

[আরও পড়ুন: ‘ঐক্যের মূর্তি' উদ্বোধনে ‘একতা এক্সপ্রেসে' যাত্রা, ‘স্ট্যাচু অফ লিবার্টি'কে চ্যালেঞ্জ মোদীর ][আরও পড়ুন: ‘ঐক্যের মূর্তি' উদ্বোধনে ‘একতা এক্সপ্রেসে' যাত্রা, ‘স্ট্যাচু অফ লিবার্টি'কে চ্যালেঞ্জ মোদীর ]

English summary
Shatrughan Sinha wants Mamata Banerjee as Prime Minister of India. He says Mamata Banerjee is the Iron Lady of present India,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X