শশী থারুরের গ্রেফতারিতে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
কংগ্রেস নেতা শশী থারুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ছিল কলকাতা নগর দায়রা আদালত। ২০১৮ সালের জুলাই মাসে তিরুবনন্তপুরমের এক জনসভায় থারুরের দেশ বিরোধী ও সাম্প্রদায়িক মন্তব্যের প্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বৃহস্পতিবার নিম্ন আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। মামলার নিষ্পত্তি হওয়া না পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে।

থারুরের দাবি ছিল, নতুন সংবিধান তৈরি করে সংখ্যালঘুদের অধিকার ও সম্মান সেখানে খর্ব করা হবে। সেই নতুন দেশ আগাগোড়া এক হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে, যেখানে সংখ্যালঘুদের সাম্য খারিজ করা হবে। সেই দেশ হবে এক হিন্দু পাকিস্তান, যা স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল ও মৌলানা আবুল কালাম আজাদের মতো দেশনায়কদের আদর্শের পরিপন্থী।
এই মন্তব্যের প্রেক্ষিতেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। এবং তাতেই আপাতত স্থগিতাদেশ পাওয়ায় স্বস্তিতে শশী থারুর।