For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঞ্জাবের কিংদের হারিয়ে কিং খানের নাইটরা ফাইনালে, ২০১২-র পুনরাবৃত্তির অপেক্ষায় কলকাতা

Google Oneindia Bengali News

KKR
কলকাতা, ২৮ মে : আইপিএল সিজনের প্রথম থেকেই হট ফেভারিট ছিল প্রীতি জিন্টার কিংস ইলেভেন পাঞ্জাব। সেই পাঞ্জাবকে নাস্তানাবুদ করে আইপিএল ২০১৪-এর ফাইনালে পৌছল শাহরুখের কলকাতা নাইট রাইডার। ২৮ রানে জয়ী হয়েছে কেকেআর।

টস জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠায় পাঞ্জাব। প্রথমে ব্যাট করতে নেমে ১৬৮ রানের লক্ষ্যমাত্রা তৈরি করে দেয় রবিন উত্থাপা আজও জ্বলে ওঠেন স্বমহিমায়। ৩০ বলে ৪২ রান করেন তিনি। তারপর সহজ ক্যাচে পাঞ্জাবের খেলোয়াড়ের হাতে বন্দি হয়ে মাঠ ছাড়েন। ৪২ রানের ইনিংসে ৪টি চার ও ২টি ৬ মারেন তিনি। গম্ভীর অধিনায়ক হিসাবে এদিন সফল হলেও ব্যাট হাতে সফলতা পাননি। মাত্র ১ রানেই আউট হয়ে যান তিনি।

কেকেআরকে জবাব দিতে ব্যাট করতে নেমে কলকাতার বোলারদের দাপটে ১৩৫ রানেই থামতে হয় পাঞ্জাবকে। যদিও হাতে ২ উইকেট ছিল, কিন্তু জয়ের জন্য প্রযোজনীয় ব্যাটসম্যান ছিল না পাঞ্জাবের। প্রথম দিকে মানান ভোরা ও ঋদ্ধিমান শাহ খেলাটাকে ধরলেও উমেশ যাদবের ৩ টি উইকেট খেলার মোড় ঘুরিয়ে দেয়। মরকেলও গুরুত্বপূর্ণ ২টি উইকেট তুলে নেন। সাকিব হাসান ও পীযূষ চাওলা ১টি করে উইকেট নিয়েছেন।

২০১২ সালে আইপিএল জিতেছিল কেকআর। তার পরে আবার ফাইনালে উঠে কলকাতার সমর্থকদের আশা জাগিয়েছে কিং খানের সিপাহিরা। ২০১২-র পুনরাবৃত্তি হওয়ার আশায় এখন ফাইনালের দিকে তাকিয়ে নইট সমর্থকরা।

English summary
Shahrukh Khan's team Kolkata Knight Riders (KKR) defeated King's XI Punjab in the semi-final of IPL 7, Kolkata is now in Final.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X