For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাটার বাজারেও দিশা দেখাচ্ছেন এই বাম ছাত্র নেতা

তৃণমূলের কে ছাত্রনেতা হবে তাই নিয়ে যখন মারামারি চলছে,সেইসময় রবিবার এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য যাচ্ছেন নেট পরীক্ষা দিতে। বিষয় ইতিহাস। অজয়নগরের কাছে ইন্দাসভ্যালিতে সিট পড়েছে তাঁর।

Google Oneindia Bengali News

তৃণমূলের কে ছাত্রনেতা হবে তাই নিয়ে যখন মারামারি চলছে,সেইসময় রবিবার এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য যাচ্ছেন নেট পরীক্ষা দিতে। বিষয় ইতিহাস। অজয়নগরের কাছে ইন্দাসভ্যালিতে সিট পড়েছে তাঁর। সকাল ৯.৩০মিনিট থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত।

ভাটার বাজারেও দিশা দেখাচ্ছেন এই বাম ছাত্র নেতা

রাজ্য জুড়ে ছাত্র ভর্তিতে তোলাবাজির অভিযোগ। সেই অভিযোগের জেরে সরিয়ে দেওয়া হয়েছে টিএমসিপির সভানেত্রীকে। সেখানে কাকে বসানো হবে সেই বিষয়টি গোপন রেখেছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শত যোজন দূরে ভঙ্গুর সংগঠন নিয়ে সেই তোলাবাজির বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যর এক সময়ে দাপিয়ে বেরানো বাম ছাত্র সংগঠন এসএফআই। নানা কর্মসূচি নিয়ে ছাত্রদের পাশে থাকার বার্তাও দিচ্ছে তারা।

এতসব ব্যস্ততার মধ্যে অন্য রকমের ব্যস্ততা এসএফআই-এর রাজ্য সভাপতির। ছাত্র সংগঠনে সময় দেওয়ার পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছেন তিনি। রবিবার নেট পরীক্ষা। সেই পরীক্ষায় বসছেন সৃজন।

ব্যস্ততার মধ্যেও সোশ্যাল মিডিয়ায় যাদবপুর নিয়ে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। সৃজন বলেছেন, মন্ত্রীমশায়ের মাথায় এই বোধ টুকু নেই যে, বিগত তিন চার দশক ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র ভাবনায় লেখাপড়া কে প্র্যাকটিস করার ফলে বিশ্ববিদ্যালয় শিক্ষার বহুমুখীতা কে ধ্বংস করতে এলে ফুল বিছিয়ে রাখা হবে না মন্ত্রীমশায়ের পথে।

এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেছেন, 'সংগঠনের চর্চা এবং মানবিক মূল্যবোধের প্রশ্নে টাকা নিয়ে ভর্তি করানোর বিরোধিতা এসএফআই সব সময়ে করেছে এবং আগামী দিনেও করবে। যে যে কলেজে এসএফআই-র ঢোকার পরিস্থিতি রয়েছে, সেখানে নীতিগত দিক থেকে দুর্নীতিকে কলেজের ভেতরে রোখা হবে।'

যাদবপুরের ইতিহাস বিভাগের কৃতী ছাত্র সৃজন। সেখান থেকেই স্নাতক এবং স্নাতকোত্তরের পড়াশোনো সম্পূর্ণ করেছে সে। এর পরেও উচ্চশিক্ষা চালিয়ে যেতে চায় ছাত্র সংগঠনের দায়িত্বপ্রাপ্ত এই নেতা।

গত ডিসেম্বরে বার্ণপুরে এসএফআই-এর ৩৬ তম রাজ্য সম্মেলনে রাজ্য সম্পাদক নির্বাচিত করা হয়েছিল কলকাতার সৃজন ভট্টাচার্যকে।

English summary
SFI state secretary Srijan Bhattacharya will seat for NET on Sunday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X