For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় ভয়েই থাকতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে! কীভাবে তাঁকে স্বাগত, জানাল বাম ছাত্র যুবরা

অনেক টালবাহানার পর শহিদ মিনারে ১ মার্চ অমিত শাহের সভার মৌখিক অনুমতি পেয়েছে বিজেপি। তাঁকে ওইদিন সিএএ নিয়ে সংবর্ধনা দেওয়া হবে বিজেপির তরফ থেকে।

  • |
Google Oneindia Bengali News

অনেক টালবাহনার পর কলকাতার শহিদ মিনারে আগামী ১ মার্চ অমিত শাহের সভার মৌখিক অনুমতি পেয়েছে বিজেপি। তাঁকে ওইদিন সিএএ নিয়ে সংবর্ধনা দেওয়া হবে বিজেপির তরফ থেকে। অন্যদিকে, বাম ছাত্র যুবদের তরফ থেকে ওইদিন অমিত শাহকে কালো পতাকা দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতায় অমিত শাহের সভা করার অনুমতি দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছে তারা।

১ মার্চ শহিদ মিনারে অমিত শাহের সভা

১ মার্চ শহিদ মিনারে অমিত শাহের সভা

ইতিমধ্যেই ১ মার্চ শহিদ মিনারে অমিত শাহের সভার মৌখিক অনুমতি পেয়েছে বিজেপি। সভার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। বুধবার দলের নেতাদের সঙ্গে করে সভাস্থল পরিদর্শন করেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

মোদীর পর এবার অমিত শাহকেও কালো পতাকা

মোদীর পর এবার অমিত শাহকেও কালো পতাকা

জানুয়ারিতে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় তাঁকে কালো পতাকা দেখানোর কর্মসূচি নিয়েছিল বাম ছাত্রযুবরা। এবার অমিত শাহরে সফরেও কালো পতাকা দেখানোর কর্মসূচি নেওয়া হয়েছে।

কলকাতায় এলে থাকতে হবে ভয়ে, বলছে এসএফআই

কলকাতায় এলে থাকতে হবে ভয়ে, বলছে এসএফআই

অমিত শাহ কলকাতায় এলে তাঁকে ভয়ে থাকতে হবে। এমনটাই মন্তব্য করেছেন এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। তিনি বলেছেন, কালো পতাকা দেখিয়ে তাঁকে স্বাগত জানানো হবে। কলকাতা অমিত শাহকে ধর্মের বীজ পুঁততে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।

দিল্লির হিংসায় দায়ী মোদী-অমিতই, অভিযোগ সিপিএম-এর

দিল্লির হিংসায় দায়ী মোদী-অমিতই, অভিযোগ সিপিএম-এর

বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী দাবি করেছেন, দিল্লির হিংসার জন্য মোদী-অমিত শাহই দায়ী। তাঁর অভিযোগ ২০০২ সালের নায়করাই এবারও একই কাজ করেছেন। সারা দেশে গুজরাত মডেল চালানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি।

English summary
SFI says they will welcome Amit Shah with black flag in Kolkata on 1 March
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X