এবিভিপির মিছিল ঘিরে ধুন্ধুমার যোধপুর পার্ক! যাদবপুরে পাল্টা কর্মসূচি বাম ছাত্রসংগঠনের
এবিভিপির মিছিলকে ঘিরে ধুন্ধুমার যোধপুর পার্ক। ১৯ সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্থার অভিযোগ করে সোমবার যাদবপুর অভিযানের কর্মসূচি শুরু করে গেরুয়া ছাত্র সংগঠন এবিভিপি। মিছিল শুরু হয় গোলপার্ক থেকে। অন্যদিকে এবিভিপিকে প্রতিহত করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে একসঙ্গে অবস্থান করেন পড়ুয়া ও শিক্ষকরা।

এদিন দুপুর প্রায় দুটোর কিছু আগে গোলপার্ক থেকে মিছিল শুরু করে এবিভিপি। যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাদের মিছিল করার কথা থাকলেও, তাদেরকে যোধপুর পার্কের কাছে আটকে দেওয়া হয় এবিভিপির সমর্থকদের। এবিভিপির দাবি ১৯ সেপ্টেম্বরের ঘটনার তদন্ত করতে হবে হাইকোর্টের কোনও কর্মরত বিচারপতিকে দিয়ে। পাশাপাশি যাদবপুরের উপাচার্যের পদত্যাগও দাবি করেছে তারা।
যোধপুর পার্কে মিছিল আটকে দেওয়ার পরেই ইট ছুঁড়তে শুরু করে এবিভিপির সমর্থকরা। পুলিশ প্রথমে সতর্ক করার চেষ্টা করে। পরে জমায়েতকে বেআইনি বলে ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হলে ব্যারিকেডের সামনেই অবস্থান শুরু করেন অবিভিপির সমর্থকরা।

অন্যদিকে, পুরোপুরি উপাচার্যের পাশে যাদবপুরের বামপন্থী ছাত্র সংগঠন। পাশে দাঁড়িয়েছেন অধ্যাপকরাও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে জমায়েতের কর্মসূচি নিয়েছেন তাঁরা।