For Quick Alerts
For Daily Alerts
স্পা-এর আড়ালে মধুচক্রের আসর খাস কলকাতায়, গ্রেফতার ৫
স্পায়ের আড়ালে মধুচক্র বা দেহব্যবসা চালানোর ঘটনা নতুন কিছু নয়। এর আগেও একাধিক বার একাধিক শহরে এই ঘটনা ঘটেছে। এবার একেবারে খাস কলকাতায় এমনই এক চক্র ফাঁস করল শহরের পুলিস।

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ১০৬-এর ১ সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোডে একটি স্পায়ে হানা দেয় পুলিস। সেখানে গত কয়েক মাস ধরে রমরমিয়ে চলছিল মধুচক্র। স্পায়ের ম্যানেজারই ছিলেন মূলচক্রী।
সেখানে হানা দিতেই পুলিসের চোখে ধুলো দিতে পারেনি স্পায়ের ম্যানেজার। পালানোর চেষ্টা করলে গ্রেফতার করা হয় স্পায়ের ম্যানেজারকেও। মোট ৫ জনকে গ্রেফতার করে শ্রীঘরে রেখেছে পুলিস। ধৃতদের মধ্যে ২ জন কাস্টমারও রয়েছেন। চার যৌনকর্মীকে আটক করা হয়েছে সেখান থেকে। তালতলা থানার পুলিস তদন্ত শুরু করেছে।