For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঝেরহাটে ব্রিজ ভেঙে পড়ার জের! বুধবার থেকে যাতায়াত কোন পথে, জানুন

মঙ্গলবার বিকেলে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় বিপর্যস্ত কলকাতার একাংশের যান চলাচল ব্যবস্থা। বিশেষ করে বেহালার সঙ্গে খিদিরপুরের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার বিকেলে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় বিপর্যস্ত কলকাতার একাংশের যান চলাচল ব্যবস্থা। বিশেষ করে বেহালার সঙ্গে খিদিরপুরের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন। বিপাকে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশের মানুষজনও। তবে মঙ্গলবার রাতেই একাধিক রুটকে ঘুরিয়ে দেওয়া কথা জানানো হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।

মাঝেরহাটে ব্রিজ ভেঙে পড়ার জের! বুধবার থেকে যাতায়াত কোন পথে, জানুন

কলকাতা ট্রাফিক পুলিশের তরফে দেওয়া নির্দেশিকা

  • হেস্টিংস থেকে ডায়মন্ডহারবার রোড হয়ে বেহালার দিকে যাওয়া বাসগুলিকে খিদিরপুর মোড় থেকে আরও পশ্চিম দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে হাইড রোড, ব্রেসব্রিজ, তারাতলা রোড, তারাতলা হয়ে ডায়মন্ডহারবার রোড ধরবে গাড়িগুলি।
  • অন্যদিকে, বেহালার দিক থেকে যে গাড়িগুলি খিদিরপুরের দিকে যাওয়ার কথা, সেগুলিকে তারাতলা মোড, তারাতলা রোড, ব্রেসব্রিড, হাইড রোড হয়ে হেস্টিংস ক্রসিং ধরছে।
  • আলিপুর রোড হয়ে যে গাড়িগুলি বেহালার দিকে যাওয়ার কথা, সে গাড়িগুলি জাজেস কোর্ট রোড/স্যান্ডেল রোড, ডায়মন্ডহারবার রোড, গার্ডেনরিচ ফ্লাইওভার/রিমাউন্ট রোড ধরছে।
  • বজবজের দিক থেকে আসা গাড়িগুলিকে জিজ্ঞিরাবাজার থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সেগুলি তারাতলা রোড, ব্রুকলিন রোড, গার্ডেনরিচ ফ্লাইওভার, রিমাউন্ট রোড হয়ে ডায়মন্ডহারবার রোড ধরছে।
  • এনআর এভিনিউ দিয়ে চলাচলকারী গাড়িগুলি সকাল ছটা থেকে বেলা একটা পর্যন্ত পূর্বমুখী হয়ে চলবে। বেলা একটা থেকে রাত দশটা পর্যন্ত এই রাস্তায় গাড়িগুলি উল্টো মুখে অর্থাৎ পশ্চিমমুখী হয়ে চলবে। তবে রাত দশটা থেকে সকাল ছটার মধ্যে এই রাস্তা দিয়ে দুদিকেই গাড়ি চলবে।
  • সকাল ছটা থেকে রাত এগারোটার মধ্যে নিম্নলিখিত রাস্তায় পণ্যবাহী গাড়ির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
  • সিজিআর রোড, তারাতলা রোড, হাইড রোড, সাহাপুর রোড, আলিপুর স্টেশন রোড, টালিগঞ্জ সার্কুলার রোড, ডিপিএস রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড, এনএসসি রোড রোড, আলিপুর রোড, বেলভেডিয়ার রোড, ডায়মন্ডহারবার রোড।
  • সিজিআর রোড, ডায়মন্ডহারবার রোড, জাজেস কোর্ট রোডে ট্রাম পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে।
  • দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশে যাতায়াতকারী বাসগুলি হাইড রোড, ব্রেসব্রিজ, তারাতলা রোড, তারাতলা হয়ে চলাচল করছে।
  • এছাড়াও পরিবহণ দফতরের তরফে ছোট ছোট রুটে গাড়ি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

English summary
Several vehicle route has been changed due to Majherhat Bridge Collapse
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X