For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উদ্বোধনের ২৪ ঘন্টার মধ্যেই স্কাইওয়াকে গুটকা প্রেমীদের দাপাদাপি! সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়

স্কাই ওয়াকের উদ্বোধনের ২৪ ঘন্টাও কাটল না। জায়গায় জায়গায় থুথু আর পানের পিকের দাগ। এই কাজে একদিকে যেমন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে অন্যদিকে, পুরসভার নজরদারি নিয়েও উঠেছে প্রশ্ন।

  • |
Google Oneindia Bengali News

স্কাই ওয়াকের উদ্বোধনের ২৪ ঘন্টাও কাটল না। জায়গায় জায়গায় থুথু আর পানের পিকের দাগ। এই কাজে একদিকে যেমন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় উঠেছে অন্যদিকে, পুরসভার নজরদারি নিয়েও উঠেছে প্রশ্ন।

উদ্বোধনের ২৪ ঘন্টার মধ্যেই স্কাইওয়াকে গুটকা প্রেমীদের দাপাদাপি! সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়

সোমবার ৫ নভেম্বর দক্ষিণেশ্বরে মুখ্যমন্ত্রীর স্বপ্নের স্কাইওয়াকের উদ্বোধন হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সেখানে পরিচ্ছন্নতার কথা বলেছিলেন। কিন্তু তার ২৪ ঘন্টার মধ্যেই সেখানে পড়ল গুটকা কিংবা পানের পিকের প্রলেপ। তবে সৌজন্য অবশ্যই সেখানে যাওয়া পূণ্যার্থী কিংবা পর্যটকদের একটা বড় অংশ।

অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কামারহাটি পুরসভার চেয়ারম্যানকে বলেছিলেন, স্কাইওয়াককে পরিচ্ছন্ন রাখতে ১০০ দিনের কাজের কর্মীদের একটি দলকে নিয়োগ করতে। একইসঙ্গে দক্ষিণেশ্বর মন্দির কমিটিকেও পরিচ্ছন্নতা বজায় রাখতে পরামর্শ দিয়েছিলেন। যদিও সেই রেশ কাটতে না কাটতেই গুটকা প্রেমীদের প্রায় দখলেই চলে গিয়েছে ঝাঁ চকচকে স্কাইওয়াক।

এই গুটকা ও থুতু প্রেমীদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে প্রতিবাদের ঝড়। সেখানে সচেতনতার পাশাপাশি মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। নিজেদের পরিবর্তন না করলে এই পরিস্থিতির যে পরিবর্তন হবে না, তাও বলা হয়েছে।

English summary
Several spit and red spot of Gutka on the Sky walk of dakshineswar-temple within 24 hours of its inauguration
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X