For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শলপে দুর্ঘটনায় চূর্ণ ফেরারি! ১ জনের মৃত্যুর পর উঠছে নানা প্রশ্ন

সুপার কার। ফেরারি ক্যালিফোর্নিয়া। ১২ থেকে ১৩ টি গাড়ির মালিক কলকাতার ব্যবসায়ী শিবাজী রায়ের মৃত্যু হল সেই সুপার কারে চড়েই।

Google Oneindia Bengali News

সুপার কার। ফেরারি ক্যালিফোর্নিয়া। ১২ থেকে ১৩ টি গাড়ির মালিক কলকাতার ব্যবসায়ী শিবাজী রায়ের মৃত্যু হল সেই সুপার কারে চড়েই। দুর্ঘটনায় পড়লে এই ধরনের গাড়িতে এয়ারব্যাগ-সহ যেধরনের জীবন বাঁচানোর উপায় থাকে, তা কাজ করেনি বলেই সন্দেহ বিশেষজ্ঞদের। অন্যদিকে, কলকাতা-সহ আশপাশের এলাকা এই ধরনের গাড়ি চালানোর পক্ষে আদৌ উপযুক্ত কিনা, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।

শলপে দুর্ঘটনায় চূর্ণ ফেরারি! ১ জনের মৃত্যুর পর উঠছে নানা প্রশ্ন

দুর্ঘটনার পরেই সোশ্যাল মিডিয়াতেও সমালোচনার ঝড় ওঠে। এই ধরনের সুপার কার আদৌ চালকের হাতে উপযুক্ত কিনা সেই প্রশ্নও তোলেন কেউ কেউ।

গত কয়েক বছরে কলকাতায় সুপার কারের সংখ্যা বেড়েছে। বহু মানুষের হাতেই রয়েছে দুই থেকে চার-পাঁচ কোটি টাকা দামের গাড়ি। আর এই সব গাড়ির মালিকরা সপ্তাহের নির্দিষ্ট দিনে বেরিয়ে পড়েন গাড়ি নিয়ে। কোনও ক্রমে কলকাতার রাস্তা পেরিয়ে যে কোনও এক্সপ্রেসওয়ে ধরলেই হল, গাড়ির গতি তড়তড়িয়ে বেড়ে যায়। ঘট্নায় ১৪০, ১৫০ কিংবা ১৬০ কিমি গতিবেগ। যেমনটি হয়েছিল রবিবার সকালে।

রবিবার সকাল ৬ টা নাগাদ, ছটি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন কলকাতার ব্যবসায়ী শিবাজী রায়, অতুল সুরানা-সহ অন্য আরও ১২ জন। সিঙুরের গোপালনগরের কফিশপ হয়ে ফেরার পথে পাকুড়িয়া সেতুতে ওঠার কিছুটা আগে শিবাজীর ছেলে শ্রেয়াংশ ওঠেন আসানা সুরানাদের এসইউভিতে। আর আসানা চলে যায় শিবাজীর সুপার কারে। এরপর ডোমজুরের শলপের কাছে একটি গাড়িকে পাশ কাটাতে গিয়েই গার্ডওয়ালে ধাক্কা মেরে প্রায় গুড়িয়ে যায় ফেরারি ক্যালিফোর্নিয়া। আসানা সুরানাকে সঙ্গে সঙ্গে বের করা সম্ভব হলেও, শিবাজী রায়কে বের করতে গ্যাস কাটার দিয়ে গাড়ির দরজা কাটতে হয়। হাসপাতালে নিয়ে গেলে শিবাজী রায়ের মৃত্যু হয়। আসানা সুরানা আশঙ্কাজনক অবস্থায় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

বেশি গতির কারণেই দুর্ঘটনা বলে অনুমান পুলিশের। তবে তা নিশ্চিত হতে গাড়ির ফরেনসিক পরীক্ষা করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এমন কী দুর্ঘটনার সময় গাড়ির যন্ত্রপাতি সঠিকভাবে কাজ করেছিল কিনা তা জানতে ফেরারির প্রতিনিধিকেও ডাকা হতে পারে বলে জানা গিয়েছে।

English summary
Several questions arises on the Accident of Super car Ferrari in Howrah's Shalap
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X