For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুষলধারায় বৃষ্টিতে ব্যাহত যান চলাচল! বজ্রপাতে মৃত ৩

মরশুমের প্রথম মুষলধারায় বর্ষণেই কলকাতার কিছু অংশে বিপর্যস্ত যান চলাচল। শিয়ালদহ এবং হাওড়া শাখাতে ট্রেন চলাচনে বিঘ্ন ঘটে। এদিকে, এদিন বর্ষণের সঙ্গে বজ্রপাতও হয় বিভিন্ন জায়গায়। মৃত্যু ৩ জনের।

  • |
Google Oneindia Bengali News

মরশুমের প্রথম মুষলধারায় বর্ষণেই কলকাতার কিছু অংশে বিপর্যস্ত যান চলাচল। শিয়ালদহ এবং হাওড়া শাখাতে ট্রেন চলাচনে বিঘ্ন ঘটে। এদিকে, এদিন বর্ষণের সঙ্গে বজ্রপাতও হয় বিভিন্ন জায়গায়। কলকাতা বিমানবন্দরে বজ্রপাতে এক কর্মীর মৃত্যু হয়েছে। অন্যদিকে, বনগাঁ ও বসিরহাটে মাঠে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে দুজনের।

মুষলধারায় বৃষ্টিতে ব্যাহত যান চলাচল! বজ্রপাতে মৃত ৩

মরশুমের প্রথম মুষলধারায় বর্ষণ। প্রবল বর্ষণে সেন্ট্রল এভিনিউ, থিয়েটার রোড, আমির আলি এভিনিউ-সহ বেশ কিছু জায়গায় জল জমে যায়। জল জমে বেহালার বিস্জতীর্লণ অংশ, মুকুন্দপুরেও। জমে যাওয়ায় রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। কলকাতা ও শহতলীতে ট্রাফিকের গতি অত্যন্ত শ্লথ। দূরপাল্লার গাড়িগুলিও চলছে দেরি করে।

এদিকে প্রবল বৃষ্টির প্রভাব পড়েছে হাওড়া ও শিয়ালদার ট্রেন চলাচলে। শিয়ালদহের দুই শাখায় ট্রেনগুলি অনেকটাই দেরি করে চলছে। বনগাঁ শাখার মছলন্দপুরের কাছে ওভারহেড তারে গাছ পড়ায় ট্রেন বলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। হাওড়া শাখাতেও ট্রেন চলছে ধীর গতিতে।

বিমানবন্দরে কর্মরত অবস্থায় বাজ পড়ে মৃত্যু হয়েছে এককর্মীর। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান বলে জানা গিয়েছে। অন্যদিকে, বনগাঁর কেউটেপাড়ায় মাঠে কাজ করছিলেন মফিজুল মণ্ডল ও ইলিয়াস বিশ্বাস নামে দুজন। সেই সময় বাজ পড়ায় ঘটনাস্থলেই মারা যান মফিজুল মণ্ডল। ইলিয়াস বিশ্বাসকে আশঙ্কাজনক অবস্থায় বনগাঁ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বসিরহাটেও একব্যক্তির মৃত্যু হয়েছে বাজ পড়ে।

English summary
Several places of Kolkata is water logged due to rain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X