For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাতভর বৃষ্টির জের! জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা

রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা। জলমগ্ন হাওড়া, হুগলির মতো জেলাগুলির বেশ কিছু এলাকাও। সমস্যায় নিত্যযাত্রী থেকে শুরু করে বাসিন্দারা। জল জমে যাওয়ায় রাস্তায় যানের গতি শ্লথ।

  • |
Google Oneindia Bengali News

রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা। জলমগ্ন হাওড়া, হুগলির মতো জেলাগুলির বেশ কিছু এলাকাও। সমস্যায় নিত্যযাত্রী থেকে শুরু করে বাসিন্দারা। জল জমে যাওয়ায় রাস্তায় যানের গতি শ্লথ। রাতে বেশ কিছু জায়গায় জল নেমে গেলেও, ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে ফের জল জমতে শুরু করেছে।

জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা

জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা

জলমগ্ন হয়ে পড়েছে ঠনঠনিয়া, মহাত্মা গান্ধী রোড, চিত্তরঞ্জন এভিনিউতে। জল জমেছে খিদিরপুরের ফ্যান্সি মার্কেট-সহ বিস্তীর্ণ এলাকায়। বরাহনগর থেকে বিটি রোডের বিস্তীর্ণ এলাকায় জল জমে রয়েছে।

সায়েন্স সিটি-পার্কসার্কাসে জল

সায়েন্স সিটি-পার্কসার্কাসে জল

রাতভর চলা বৃষ্টিতে জল জমেছে সায়েন্স সিটি-মিলন মেলার সামনে পার্কসার্কাস কানেক্টরে। জল জমেছে পার্কস্ট্রিট পার্কসার্কাসে। শহরের আন্ডারপাসগুলিও জলের তলায়।

দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা জলের তলায়

দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা জলের তলায়

বিক্ষিপ্তভাবে দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় জল জমে রয়েছে।

জমা জলে বেহাল বেহালা

জমা জলে বেহাল বেহালা

রাতভর বৃষ্টিতে বেহাল বেহালার বহু এলাকা। ১২৮, ১২৯, ১৩০ নম্বর ওয়ার্ড। বেচারাম চ্যাটার্জি রোড, বেহালা চৌরাস্তা, শীলপাড়া, সখের বাজারের বিস্তীর্ণ এলাকা জলের তলায়।

জল জমেছে হাওড়া, হুগলির বিভিন্ন জায়গায়।

English summary
Several places of Kolkata and adjoining areas are water logged due to over night rain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X