For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কালবৈশাখী ফেরাল আয়লার স্মৃতি! কী বলছেন আবহবিদরা

সামান্য ব্যবধানে দুদুটি ঝড়। আর তাতেই ফিরল আয়লার স্মৃতি। তবে পার্থক্য একটাই। আয়লার সতর্কবার্তা ছিল আগে থেকে। কিন্তু মঙ্গলবারে এইরকম ঝড়ের সতর্কবার্তা ছিল না।

  • |
Google Oneindia Bengali News

সামান্য ব্যবধানে দুদুটি ঝড়। আর তাতেই ফিরল আয়লার স্মৃতি। তবে পার্থক্য একটাই। আয়লার সতর্কবার্তা ছিল আগে থেকে। কিন্তু মঙ্গলবারে এইরকম ঝড়ের সতর্কবার্তা ছিল না।

কালবৈশাখী ফেরাল আয়লার স্মৃতি! কী বলছেন আবহবিদরা

প্রথম ঝড়টি ছিল মঙ্গলবার সন্ধে ৭টা ৪২-এ। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ৮৪ কিমি বেগে। আর এর ঠিক ১৩ মিনিট পরে ৭টা৫৫-এ ফের ঝড়। যার গতিবেগ ছিল ঘণ্টায় ৯৮ কিমি বেগে। আবহাওয়াবিদরা অবশ্য মঙ্গলবারের ঝড়কে কয়েকদশকের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় বলেই বর্ণনা করছেন।

কালবৈশাখী ফেরাল আয়লার স্মৃতি! কী বলছেন আবহবিদরা

পুরসভা সূত্রে খবর, বেহালা, দমদম, জোড়াবাগান, শোভাবাজার, সল্টলেক, সাদার্ন অ্যাভিনিউ সহ শহরের প্রায় একশোটি জায়গায় গাছ পড়ে বিপর্যয় ঘটে। আটকে যায় রাস্তা। বাড়ি-দেওয়াল ভেঙে মৃত্যুর ঘটনাও ঘটে বেশ কিছু। বুধবার সকালে থেকে বেশির ভাগ জায়গায় সেই গাছ সরাতে নেমেছেন পুরকর্মীরা।

অফিস টাইম শেষে সবারই ছিল বাড়ি ফেরার ব্যস্ততা। সেখানেই ঝড়ের দাপটে আটকে পড়েন বহু মানুষ। অনেকের বাড়ি ফিরতে গভীর রাত হয়ে যায়। আর যাঁরা শহরতলীতে থাকেন, অনেকেই বাড়ি ফিরতে পারেননি।

English summary
Several people died in Tuesday's Kalbaishakhi in and around Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X