For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় বন্ধ 'ভবিষ্যতের ভূত' ছবির প্রদর্শন! প্রতিবাদ বিশিষ্টজনেদের

কলকাতায় পরিচালক অনীক দত্তের ছবি ভবিষ্যতের ভূত দেখানো বন্ধ হয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদ করলেন অভিনেতা থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরা।

  • |
Google Oneindia Bengali News

কলকাতায় পরিচালক অনীক দত্তের ছবি ভবিষ্যতের ভূত দেখানো বন্ধ হয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদ করলেন অভিনেতা থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরা।
এদিন বিকেলে কলকাতার বিভিন্ন মাল্টিপ্লেক্সে ছবিটি দেখানো বন্ধ করে দেওয়া হয়। পরিচালক অনীক দত্ত জানিয়েছেন, মনে হয় প্রযোজকের কাছে সিনেমার বিষয়ে জানতে চেয়েছিল পুলিশ। না জানানোয় বন্ধ করে দেওয়া হয়েছে।

কৌশিক সেন

কৌশিক সেন

এদিন কলকাতার একটি মাল্টিপ্লেক্সে পরিবারের সঙ্গে ছবিটি দেখতে যাওয়ার কথা ছিল অভিনেতা কৌশিক সেনের। কিন্তু শো শুরুর বেশ কিছুটা আগে তাঁর এক পরিচিত ছবিটি দেখানো বন্ধ হয়ে যাওয়ার কছা জানান। কৌশিক সেনের প্রশ্ন, সেনসর বোর্ডের ছাড়পত্র দেওয়া ছবিতে কী ভাবে বাধা দিতে পারে পুলিশ। বিষ্ময়কর অভিজ্ঞতা প্রতিক্রিয়ায় জানিয়েছেন, কৌশিক সেন।

অশোক গঙ্গোপাধ্যায়

অশোক গঙ্গোপাধ্যায়

ভবিষ্যতের ভূত ছবি দেখানো বন্ধ হওয়া নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন , বিজেপি-তৃণমূলের কোনও তফাত নেই।

অর্ধেন্দু সেন

অর্ধেন্দু সেন

প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব অর্ধেন্দু সেন। মুখ্যমন্ত্রীকে নিয়ে পরিচালক অনীক দত্ত প্রশ্ন তোলায় ছবিটি দেখানো বন্ধ করা হল কিনা, প্রশ্ন তুলেছেন তিনি।

বাদশা মৈত্র

বাদশা মৈত্র

প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা বাদশা মৈত্র। সূত্রের খবর অনুযায়ী,সেনসর বোর্ডের ছাড়পত্র থাকা সত্বেও পুলিশ কী ভাবে ছবিটি দেখতে চায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাদশা মৈত্র।

English summary
Several actor and personalities reax against closing of Screening of film named Bhobiswater Bhut in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X