ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, পাম এভিনিউ-এর বালকের মৃত্যু এসএসকেএমে
কলকাতায় ফের ডেঙ্গিতে মৃত্যু। রবিবার ভোর রাতে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়েছে পাম এভিনিউ-এর বাসিন্দা বছর সাতেকের মহঃ আলির। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

বেশ কিছু দিন ধরে জ্বরে ভুগছিল মহঃ আলি। বাড়িতে রেখে চিকিৎসাও চলছিল। কিন্তু অবস্থা খারাপ হওয়ায় ২ ডিসেম্বর তাকে এসএসকেএম-এ ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ ছয় হাসপাতাল ঘুরে আলিকে এসএসকেএম-এ ভর্তির সুযোগ পান তাঁরা।
২ নভেম্বর এসএসকেএম-এ ভর্তির পর থেকে বিভিন্ন রকমের সমস্যা শুরু হয় আলির। এসএসকেএমে রক্ত পরীক্ষায় ডেঙ্গির জীবানুও ধরা পড়ে। অবস্থার অবনতি হওয়ায় সিসিইউ-এ রেখে চিকিৎসা চলে তার। প্লেটলেট কমে যাওয়া বাইরে থেকে রক্ত এনেও দেওয়া হয় তাকে। এরপর রবিবার ভোর রাত আড়াটে নাগাদ মৃত্যু হয় মহঃ আলির।
হাসপাতালের তরফে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গি-সহ অন্য সমস্যার কথাও উল্লেখ করা হয়েছে।
দিন দুয়েক আগেই ডেঙ্গিতে উত্তরপাড়ার এক যুবকের মৃত্যু হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। তবে কলকাতায় চেতলা কিংবা বিজয়গড়ের শিশু কিংবা কিশোরের মৃত্যু হয়েছিল। মৃত্যু হয়েছে একাধিক অন্তঃসত্ত্বারও। যদিও এর আগে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, রাজনৈতিক স্বার্থেই বিরোধীরা ডেঙ্গি নিয়ে অপপ্রচার করছে।