For Daily Alerts
গুরুতর অসুস্থ সোমনাথ চট্টোপাধ্যায়! রাখা হয়েছে ভেন্টিলেশনে
গুরুতর অসুস্থ সোমনাথ চট্টোপাধ্যায়। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর চিকিৎসার জন্য চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে।

পরিবার সূত্রে খবর, সোমবার তাঁর হেমারেজিক স্ট্রোক হয়। এছাড়াও কিডনি ও শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে।
বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার তাঁর হেমারেজিক স্ট্রোক হয়েছিল। তারপর থেকেই তিনি অর্ধচেতন অবস্থায় রয়েছেন।