For Quick Alerts
For Daily Alerts
নবান্নে আসা অধিকাংশ গাড়ির স্টিকারের মেয়াদ উত্তীর্ণ! নিরাপত্তায় বড় ত্রুটি সামনে এল
নবান্নের নিরাপত্তায় বড় ত্রুটি। নবান্নে আসা সরকারি গাড়ির বেশিরভাগেরই নিরাপত্তা সংক্রান্ত স্টিকারের মেয়াদ পেরিয়ে গিয়েছে। যদিও তাতে হেলদোল নেই প্রশাসনের। এমনটাই অভিযোগ উঠেছে। এসম্পর্কে কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নবান্নে প্রতিদিন বিভিন্ন দফতরের কাজে আসেন প্রচুর কর্মী আধিকারিক। তাঁদের অনেকেই আসেন সরকারের দেওয়া গাড়িতে। এইসব গাড়ি যাতে নবান্নে প্রবেশ করতে পারে তার জন্য সব গাড়িতে কলকাতা পুলিশের পক্ষ থেকে একটা স্টিকার দেওয়া হয়। এই স্টিকারের মেয়াদ হয় সাধারণত এক বছরের। মেয়াদ শেষ হলে নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে নিতে হয়।
কিন্তু দেখা যাচ্ছে নবান্নে প্রবেশের জন্য যে বিশেষ স্টিকার গাড়ির জন্য দেওয়া হয় সেই স্টিকারের বেশিরভাগটাই মেয়াদ উত্তীর্ণ হয়েছে। নতুন স্টিকার মিলছে না বলে অভিযোগ।