For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুক্তির পরের দিনই 'বাধা'! বন্ধ হল 'ভবিষ্যতের ভূত' ছবির প্রদর্শন

কলকাতার বিভিন্ন মাল্টিপ্লেক্সে একসঙ্গে বন্ধ হয়ে গেল পরিচালক অনীক দত্তের ছবি ভবিষ্যতের ভূত।

  • |
Google Oneindia Bengali News

কলকাতার বিভিন্ন মাল্টিপ্লেক্সে একসঙ্গে বন্ধ হয়ে গেল পরিচালক অনীক দত্তের ছবি ভবিষ্যতের ভূত। পুলিশের তরফ থেকে বাধা দেওয়ার ফলেই ছবি দেখানো বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মুক্তির পরের দিনই বাধা! বন্ধ হল ভবিষ্যতের ভূত ছবির প্রদর্শন

কলকাতার বিভিন্ন মাল্টিপ্লেক্সে এদিন বিকেলের শো ছিল হাউসফুল। সেই অবস্থা থেকে বিভিন্ন মাল্টিপ্লেক্সের কর্তৃপক্ষ ভবিষ্যতের ভূত ছবির প্রদর্শন বন্ধ
করে দেন। টিকিট কেটেও ছবি দেখতে না পেয়ে দর্শকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

পরিচালক সূত্রে খবর, পুলিশের তরফ থেকে প্রযোজকদের কাছে পুলিশের তরফে ছবিটি আগে তাদের দেখানোর ব্যাপার জানানো হয়েছিল। কিন্তু সেনসর বোর্ডের ছাড়পত্র পাওয়া ছবি কীভাবে পুলিশ আগে দেখতে চাওয়ার দাবি করে, সেই প্রশ্ন তোলেন তাঁরা। পুলিশকে ছবিটি দেখাতে অস্বীকার করা
হয়। পুলিশের তরফে নাকি জানানো হয়, ছবিটি চালু থাকলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে।

ছবিতে ঘটমান বর্তমান আর অতীতকে তুলে ধরেছিলেন পরিচালক অনীক দত্ত। দেশ, রাজ্য, ডান-বাম চিত্রনাট্য থেকে কিছুই বাদ যায়নি। রাজনীতি থেকে সমাজ, মিডিয়া, বিনোদন সবই তুলে ধরেছিলেন অনীক দত্ত। ছবিতে পুরনো ধাঁচের কমিউনিস্টকে যেমন দেখানো হয়েছে, তেমনই ভাতে মারতে চাওয়া নেতাকেও দেখানো হয়েছে। আর মানুষের বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ করেছে ভূতেরা।

English summary
Screening of film named Bhobiswater Bhut hasbeen closed in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X