For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪০ জন ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ করল এসএসসি, আদালতের নির্দেশে ওএমআর শিটও

৪০ জন ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ করল এসএসসি। মঙ্গলবার আদালতের নির্দেশে এসএসসি ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ করে। সেইসঙ্গে ওএমআর শিটও প্রকাশ করল এসএসসি।

  • |
Google Oneindia Bengali News

৪০ জন ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ করল এসএসসি। মঙ্গলবার আদালতের নির্দেশে এসএসসি ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ করে। সেইসঙ্গে ওএমআর শিটও প্রকাশ করল এসএসসি। তবে মঙ্গলবার বিকেলে প্রকাশিত তালিকার সঙ্গে ১ ডিসেম্বরের তালিকার বিস্তর ফারাক রয়েছে। নতুন তালিকায় বাদ গিয়েছে অ্যাপ্লিকেশন নম্বর ও জাতিগত সংরক্ষণের সারণি।

৪০ জন ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ করল এসএসসি

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেন, ১৮৩ জনের পর মঙ্গলবার আরও ৪০ জন ভুয়ো শিক্ষকের অবৈধভাবে নিযুক্ত ব্যক্তির নামের তালিকা প্রকাশ করতে। আদালতের নির্দেশে গত ১ ডিসেম্বর কার্যত বাধ্য হয়ে নবম-দশমে শিক্ষকপদে অবৈধভাবে নিযুক্ত ১৮৩ জনের নামে তালিকা প্রকাশ করে এসএসসি। মঙ্গলবার আরও ৪০ জন অবৈধভাবে নিযুক্ত ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশ করা হয়েছে।

৪০ জন ভুয়ো শিক্ষকের এই তালিকায় ১০ জন কোনও প্রশ্নের উত্তর না দিয়েই চাকরি পেয়েছেন। তাদের ধরে মোট ১৭ জন কার্যত সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন। আদালতে এসএসসি জানিয়েছে শূন্য পাওয়া ১০ জন অযোগ্য প্রার্থীর নম্বর বাড়িয়ে করা হয়েছে ৫৩। ১ ও ২ পাওয়া প্রার্থীদের নম্বর বেড়ে হয়েছে ৫১ ও ৫২। ৯ পাওয়া প্রার্থীদের নম্বর বেড়ে হয়েছে ৫৯।

এদিনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, নবম-দশমে আরও ৪০ বেআইনি চাকরি হয়েছে। সেই ৪০ জন কারা, তাদের নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। ওএমআর শিটও প্রকাশ করতে হবে। সেটা করতে হবে মঙ্গলবারই। ৪০ কারচুপির সত্যতা যাচাইয়ে শুক্রবার বৈঠক হয়েছিল। কমিশনের অফিসে বৈঠকের পর একটা তালিকা তৈরি হয়, তা জমা দিতে বলা হয় মামলাকারীদের।

এদিকে কমিশনের আইনজীবী সুতনু পাত্র জানান, আসল ওএমআর শিট নষ্ট হয়ে গিয়েছে। ওএমআর শিট নিয়ে এত প্রশ্নের পর কীভাবে তা নষ্ট করা হল, সেই প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৮-২০১৯-এর মধ্যে নষ্ট হলেও নম্বরে দুর্নীতি হয়েছে কি না, তা গাজিয়াবাদ হার্ড ডিস্ক ও সল্টলেক হার্ড ডিস্ক মিলিয়ে বোঝা সম্ভব।

বিচারপতি বলেন, ''আমার পর্যবেক্ষণ এটা কোন ভূতের কাজ নয়। ওএমআর শিটই স্পষ্ট করে দিয়েছে যে দুর্নীতি নিশ্চিতভাবেই হয়েছে। যারা কমিশনের সঙ্গে যুক্ত তারাই করেছে এই দুর্নীতি। তারপরই তিনি কমিশনকে নির্দেশ দেন, তারা এই ৪০ জনের নাম রোল নম্বর ও বাকি বিষয় আপলোড করুক ওয়েবসাইটে। ওএমআর শিটের কপিও আপলোড করতে হবে এবং তা এদিনই প্রকাশের নির্দেশ দেন বিচারপতি।

English summary
School Service Commission reveals list of 40 fake teachers after Justice’s observation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X