For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শৃঙ্গ জয়ে ফের সাফল্য বাঙালির, কোন পথে জয় সত্যরূপের

শৃঙ্গ জয়ে ফের সাফল্য বাঙালির। সপ্ত শৃঙ্গ জয় করলেন সত্যরূপ সিদ্ধান্ত। প্রথম অসামরিক বাঙালি হিসেবে এই সাফল্য সত্যরূপের। শনিবার আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিন্সন ম্যাসিফ জয় করেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

শৃঙ্গ জয়ে ফের সাফল্য বাঙালির। সপ্ত শৃঙ্গ জয় করলেন সত্যরূপ সিদ্ধান্ত। প্রথম অসামরিক বাঙালি হিসেবে এই সাফল্য সত্যরূপের। শনিবার আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিন্সন ম্যাসিফ জয় করেন তিনি।

কলকাতা থেকে যাত্রা ৩০ নভেম্বর

কলকাতা থেকে যাত্রা ৩০ নভেম্বর

কলকাতা থেকে যাত্রা শুরু করেছিলেন ৩০ নভেম্বর। কলকাতা থেকে মুম্বই হয়ে আমস্টার্ডাম। এরপর চিলি হয়ে আন্টার্কটিকা।

মূল অভিযান শুরু হয় ৭ ডিসেম্বরে

মূল অভিযান শুরু হয় ৭ ডিসেম্বরে

মূল অভিযান শুরু হয় ৭ ডিসেম্বর। অন্য সকলের মতো আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিয়ে কিছুটা সময় লেগে যায় সত্যরূপের।

শুক্রবার সন্ধের পর যাত্রা শুরু

শুক্রবার সন্ধের পর যাত্রা শুরু

শুক্রবার সন্ধের পর সত্যরূপ-সহ ছজন মাউন্ট ভিন্সন ম্যাসিফের উদ্দেশে যাত্রা শুরু করেন। সত্যরূপের সঙ্গী ছিলেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ৫ জন।

শনিবার ভোরে সাফল্য লাভ

শনিবার ভোরে সাফল্য লাভ

প্রথমের দিকে তুষার ঝড়ের মধ্যে পড়লেও পরে সাফল্যের মুখ দেখেন সত্যরূপ। শৃঙ্গ জয় করেন তাঁরা। নিজের সাফল্যের কথা টুইট করে জানান সত্যরূপ।

এর আগে ৬ মহাদেশের ৬ শৃঙ্গ জয়

এর আগে ৬ মহাদেশের ৬ শৃঙ্গ জয়

এর আগে এভারেস্ট জয় করেছেন সত্যরূপ। এছাড়াও ৬ মহাদেশের ৬টি সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন তিনি। সত্যরূপের এই জয়ে খুশি পরিবারের সদস্যরা।

English summary
Satyarup Siddhanta wins Mount Vinsons Masif of Antarctica, Previously he won 6 highest peaks of 6 continents.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X