For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অঞ্জলি দিয়ে চুটিয়ে আড্ডা, জমজমাট দাদার সরস্বতীপুজো সেলিব্রেশন, দেখুন ভিডিও

প্রতিবছরই ডোনা গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে বড় করে সরস্বতী পুজো হয়। এবছরও তার ব্যতিক্রম হল না।

  • |
Google Oneindia Bengali News

প্রতিবছরই ডোনা গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে বড় করে সরস্বতী পুজো হয়। ডোনার নাচের স্কুলের ছাত্রছাত্রীরা সকলেই হাজির থাকেন। এছাড়াও বাড়ির লোকেরা, স্থানীয় পরিচিত বন্ধু-বান্ধবরাও দেবী সরস্বতী বন্দনায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হাজির হন। এবছরও তার ব্যতিক্রম হল না।

অঞ্জলি দিয়ে চুটিয়ে আড্ডা, জমজমাট দাদার সরস্বতীপুজো সেলিব্রেশন, দেখুন ভিডিও

[আরও পড়ুন:তাবড় বোলারদের ছক্কা হাঁকানো সৌরভ হোঁচট খেলেন সেলফি তুলতে গিয়ে, দেখুন মজার ভিডিও ][আরও পড়ুন:তাবড় বোলারদের ছক্কা হাঁকানো সৌরভ হোঁচট খেলেন সেলফি তুলতে গিয়ে, দেখুন মজার ভিডিও ]

এদিন সকাল সকালই ডোনার নাচের স্কুল দীক্ষামঞ্জরীর পুজো হয়ে গিয়েছে। পুরোহিতের 'ওম জয় জয় দেবী চরাচরসারে' মন্ত্রোচ্চারণের সঙ্গে তাল মিলিয়ে সকলে প্রাণ ভরে অঞ্জলি দিয়েছেন। তারপরই প্রসাদ খাওয়ার পালা চলেছে অনেকক্ষণ ধরে।

প্রতিবারের মতো এবারও সৌরভ গঙ্গোপাধ্যায় হাজির সরস্বতী পুজোর অনুষ্ঠানে। অঞ্জলি দিয়ে জমিয়ে সকলের সঙ্গে ছবি তুললেন। তখন আর তিনি ভারতীয় ক্রিকেট তারকা নন, একেবারে পাশের বাড়ির দাদা। সকলকে সঙ্গে নিয়ে ছবি তুললেন। সকলের আবদার পূরণ করলেন। আবার বাটি থেকে কুল তুলে খেলেন আর পাঁচটা বাঙালির মতোই।

ডোনা গঙ্গোপাধ্যায় জানালেন, প্রতিবারের মতোই নাচের স্কুল দীক্ষামঞ্জরীর ছাত্রছাত্রী ও অভিভাবকেরা এসেছেন। পরিচিতরাও রয়েছেন। সন্ধ্যায় ছোটদের নৃত্যানুষ্ঠান রয়েছে। কচিকাঁচারা নাচবে। সেখানে ফের একপ্রস্থ অনুষ্ঠান হবে। সৌরভ গঙ্গোপাধ্যায়ও ফের সন্ধ্যার অনুষ্ঠানে সকলের সঙ্গে একজোট হবেন।

English summary
Saraswati Puja in Sourav Ganguly and Dona Ganguly's house, dada in celebration mood
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X