For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় বসল স্যানিটাইজার টানেল

কলকাতায় বসল স্যানিটাইজার টানেল

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

করোনা মোকাবিলায় অভিনব উদ্যোগ নিল কলকাতা পুরসংস্থা। কলকাতার রামগড় বাজারে বসানো হল স্যানিটাইজার টানেল। বুধবার বিকেলেই এই টানেলের উদ্বোধন করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সংক্রমণ রোধে এই টানেল বড়সড় ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে।

কলকাতায় বসল স্যানিটাইজার টানেল

করোনা আতঙ্কে কাঁটা গোটা বিশ্ব। মারণ ভাইরাসের থাবা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে প্রতিটি রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আগেই ভারতেই বিভিন্ন প্রান্ত তথা তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা, কেরল, চণ্ডীগড়, হরিয়ানা, আহমেদাবাদ, ও নয়ডায় বসানো হয়েছে স্যানিটাইজার টানেল। যে টানেলে প্রবেশ করলেই সোডিয়াম হাইপোক্লোরাইডে জীবাণু মু্ক্ত হয়ে যায় শরীরের বাইরের অংশ। এবার সেই স্যানিটাইজার টানেল বসানো হল কলকাতার রামগড় বাজারে। কলকাতা পুরসংস্থার তরফে এই প্রথম শহরে বসানো হল এই টানেল।
জানা গিয়েছে, এই টানেলে প্রবেশ করলেই স্যানিটাইজারের সোডিয়াম হাইপোক্লোরাইডের বাষ্পে জীবাণুমুক্ত হয়ে যাবেন প্রত্যেকে।

বুধবার বিকেলে এটির উদ্বোধন করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এরপরই সকলের জন্য খুলে দেওয়া হল এই টানেল। এতে শহরবাসী বিশেষভাবে উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে। করোনা মোকাবিলায় জনবহুল এলাকায় এই টানেল বসানোয় খুশি সাধারণ মানুষও।

এই টানেলে যে সোডিয়াম হাইপোক্লোরাইড মিশ্রণ ব্যবহার করা হচ্ছে, তা দিয়েই হাসপাতাল, অ্যাম্বুল্যান্স ও শহরকে সংক্রমন মুক্ত করছে কলকাতা পুরসভা ও রাজ্য সরকার।

প্রসঙ্গত, এর আগে প্রশাসনের তরফে হগ মার্কেটে বসানো হয়েছে স্যানিটাইজার গেট। যাতে জনবহুল ওই এলাকায় প্রবেশ ও সেখান থেকে বেরনোর সময় সম্পূর্ণ জীবাণুমুক্ত হয়ে বের হন মানুষ। রেলের উদ্যোগে খড়গপুরেও মালগাড়ির চালক ও কর্মীদের জন্য বসানো হয়েছে স্যানিটাইজার গেট।

English summary
Sanitizer tunnel sets up in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X