For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা হাইকোর্টের দরজায় বসছে অটো স্যানিটাইজার গেট, অনুমতির অপেক্ষা

কলকাতা হাইকোর্টের দরজায় বসছে অটো স্যানিটাইজার গেট, অনুমতির অপেক্ষা

  • |
Google Oneindia Bengali News

হাইকোর্ট প্রশাসনের অনুমতি পেলে এবার করোনা সংক্রমণের প্রতিরোধে অটোমেটিক স্যানিটাইজার গেট বসতে চলেছে কলকাতা হাইকোর্টের দরজায় দরজায়। এছাড়াও সুরক্ষার জন্য হাইকোর্টের শৌচালয় গুলোতে অটোমেটিক সেন্সর কলও বসতে চলেছে।

কলকাতা হাইকোর্টের দরজায় বসছে অটো স্যানিটাইজার গেট, অনুমতির অপেক্ষা

আইনজীবী থেকে বিচারপ্রার্থী সবার স্বার্থে করোনা লড়াইয়ে অস্ত্র হিসেবে ব্যাবহারের জন্য এবার নয়া উদ্যোগ নিল কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন। এবার শুধুমাত্র হাইকোর্ট প্রশাসনের অনুমতির অপেক্ষা। সোমবার হাইকোর্ট প্রশাসনের কাছে বার অ্যাসোসিয়েশনের এই প্রস্তাব পেশ করা হবে বলেও জানান কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক কুমার ঢণ্ঢণিয়া।। হাইকোর্ট প্রশাসনের অনুমতি পেলেই, প্রস্তাব অনুযায়ী কাজ করতে শুরু করে দেবেন বলে বার অ্যাসোসিয়েশনের তরফে তিনি জানান।

অশোক বাবু আরও জানান, করোনার সংকটকালে এই মারণ ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হাইকোর্টের যে তিনটি ভবন রয়েছে তার মধ্যে হাইকোর্টের মূল ভবনের চারটি গেটে এবং বাকি দুটি ভবনের গেটে সকলের জন্য অটোমেটিক স্যানিটাইজার গেট বসাতে চায় হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। এছাড়াও হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন গুলোতে এবং হাইকোর্টের শৌচালয় গুলোতেও অটোমেটিক সেন্সর কল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

করোনাকালে বেরঙীন বকরি ঈদ! অশান্তি এড়াতে সতর্কবার্তা ইমামদের করোনাকালে বেরঙীন বকরি ঈদ! অশান্তি এড়াতে সতর্কবার্তা ইমামদের

English summary
Sanitization gate installed at calcutta high court to prevent coronavirus infection
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X