For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার মাঝে সল্টলেকের তিনটি ব্লক ফুটিয়ে তুলল অভিনব পুজো ভাবনা

করোনার মাঝে সল্টলেকের তিনটি ব্লক ফুটিয়ে তুলল অভিনব পুজো ভাবনা

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

এমনিতেই পুজো-আনন্দের সবই কেড়ে নিয়েছে বেয়াড়া করোনা ভাইরাস। নগরবাসীদের কেউ কেউ আক্ষেপ করে বলছেন-'মা'য়ের পায়ে অঞ্জলি কখনও অনলাইনে হয়? কোথা থেকে কি যে হয়ে গেল বুঝি না!' এমন ভরা মন খারাপের মধ্যেই সল্টলেকের তিন ব্লকের থিম-ভাবনা কিছুটা হলেও রঙিন করে তুলছে সল্টলেকের পুজো উৎসবকে।

করোনার মাঝে সল্টলেকের তিনটি ব্লক ফুটিয়ে তুলল অভিনব পুজো ভাবনা

মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এ পর্যন্ত। কখনো মোমবাতি জ্বালিয়ে করোনা তাড়ানো কখনো বা থালা বাজিয়ে। লকডাউনে ভিনরাজ্যে কাজ নেই শ্রমিকদের। দলবেঁধে ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। মহামারীর সঙ্কটে দৃঢ় হোক মানবিকতার বন্ধন।

করোনার মাঝে সল্টলেকের তিনটি ব্লক ফুটিয়ে তুলল অভিনব পুজো ভাবনা

মানুষের বড় পরিচয় হোক মনুষ্যত্ব। কোভিডের ধাক্কায় ঘরবন্দি শৈশব। তাদের দাবি, ফিরিয়ে দাও আমাদের সেই 'জঙ্গলবুক'। এইসব বিষয়বস্তু নিয়ে সল্টলেকে অসুরনাশিনীর আরাধনায় থিম-যুদ্ধের তিন আঙ্গিক। এ কে ব্লকের থিম 'পরিযায়ী শ্রমিকদের দুর্দশা'। এ ই ব্লকের পার্ট ওয়ানে 'বন্ধন'। আর এফ ডি ব্লকে 'ফিরে দেখা সেই শৈশব'। সবই কোভিড মহামারীর কঠিন পরিস্থিতিকে ঘিরে।

করোনার মাঝে সল্টলেকের তিনটি ব্লক ফুটিয়ে তুলল অভিনব পুজো ভাবনা

থালা-বাটি বাজিয়ে তালাবন্দি করা হয় গোটা দেশ। কর্মহীন হয়ে পড়ে বহু পরিযায়ী শ্রমিক। মাইলের পর মাইল হেঁটে বাড়ি ফিরতে হয় তাঁদের। কোথাও তাঁদের ক্লান্ত-অবসন্ন শরীরকে পিষে দিয়েছে ট্রাক। রেল লাইনে শুয়ে থাকা শ্রমিকদের দেহ ছিন্নভিন্ন করেছে মালগাড়ি। পরিবারের মুখে দু'মুঠো অন্ন জোগাতে না পেরে আত্মঘাতী হয়েছেন কেউ কেউ। দেশজুড়ে শ্রমিকদের এই দুর্বিসহ অবস্থার খণ্ড খণ্ড ছবি উঠে আসছে এ কে ব্লকে। বিভিন্ন ইনস্টলেশন দিয়ে সেজে উঠেছে মন্ডপ।

করোনার মাঝে সল্টলেকের তিনটি ব্লক ফুটিয়ে তুলল অভিনব পুজো ভাবনা

শিল্পী সম্রাট ভট্টাচার্যের কথায়, 'লকডাউনে পরিযায়ী শ্রমিকরা প্রচন্ড ভুক্তভোগী। তাঁদের দুর্দশা তুলে ধরতেই পুজো প্রাঙ্গনে এই উপস্থাপনা।' মন্ডপ সজ্জার কাজও প্রায় শেষ। অপেক্ষা শুধু উদ্বোধনের।

করোনার মাঝে সল্টলেকের তিনটি ব্লক ফুটিয়ে তুলল অভিনব পুজো ভাবনা

এ ই ব্লকের পার্ট ওয়ানের পুজোয় শিল্পী পার্থ ঘোষ এবং সিদ্ধার্থ ঘোষের যৌথ ভাবনায় রূপ পেয়েছে 'মানবিকতার বন্ধন'।

করোনার মাঝে সল্টলেকের তিনটি ব্লক ফুটিয়ে তুলল অভিনব পুজো ভাবনা

পার্থবাবু ও সিদ্ধার্থ বাবু জানান, 'মানুষ তাঁর জীবনযাত্রার চিরাচরিত স্বভাব, অভ্যাস, মানবিকতা এবং মনুষ্যত্বকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছিল। কোভিড মহামারী অনেক কিছু শিখিয়েছে আমাদের। অসহায় ক্ষুধার্তদের পাশে দাঁড়িয়েছেন এক 'অন্য মানুষ'। যাঁর জাত-ধর্ম বলে কিছু নেই, আছে শুধু মনুষ্যত্বের পরিচয়।'

করোনার মাঝে সল্টলেকের তিনটি ব্লক ফুটিয়ে তুলল অভিনব পুজো ভাবনা

সল্টলেকের অন্যতম বড় পুজোগুলির মধ্যে একটি এফ ডি ব্লক। তাদের এবারের ভাবনা 'ফিরে দেখা শৈশব'। শিশুদের জন্য অমর সৃষ্টি 'জঙ্গল বুক'-এর আদলে তৈরি হয়েছে মন্ডপ। থাকছে মোগলী। থিমের লড়াইয়ে নামলেও সরকারি গাইডলাইন মানা হচ্ছে সমানে সমানে।

করোনার মাঝে সল্টলেকের তিনটি ব্লক ফুটিয়ে তুলল অভিনব পুজো ভাবনা

পুজো কমিটির উদ্যোক্তা বাণীব্রত বন্দ্যোপাধ্যায় জানান, 'পুজোর সময় অঞ্জলি দেখা যাবে অনলাইনে। পাশাপাশি, দেখানো হবে 'প্রাইম ফ্যাক্টর' সাংস্কৃতিক অনুষ্ঠানও। কমিটির নির্দিষ্ট ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।' তবে এবছর আর পাত ফিরে খাওয়ানোর ব্যবস্থা রাখছেনা তিন পুজো কমিটির কেউই। অনলাইনে যেমন পুজো দেখার আয়োজন করেছেন পুজো উদ্যোক্তারা তেমনই সদস্যদের বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে ভোগের প্রসাদও।

করোনার মাঝে সল্টলেকের তিনটি ব্লক ফুটিয়ে তুলল অভিনব পুজো ভাবনা

এছাড়াও তিন পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয় সরকারি নির্দেশে তৈরি হওয়া গাইডলাইন মেনে পুজো হচ্ছে। পুজো মণ্ডপে রাখা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার মাস্ক এবং থার্মাল গান। সমস্ত দর্শনার্থীরা বাড়িতে বসে পুজো দেখতে একান্ত ইচ্ছুক নন তারা আসবে পূজামণ্ডপে তাদের জন্যই এই ব্যবস্থা বলে জানান তারা।

দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে

English summary
Salt Lake three Durga Puja committee clubs to get Coronavirus theme
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X