বিধাননগর পুরসভায় প্রকট অন্তর্দ্বন্দ্ব, দলেরই পুরপিতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মেয়র সব্যসাচীর
দলের নেতার বিরুদ্ধেই এবার দুর্নীতির অভিযোগ আনলেন বিধাননগর পুরসভার মেয়র তথা তৃণমূল কংগ্রেস নেতা সব্যসাচী দত্ত। তিনি অভিযোগ করেছেন বিধাননগর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের পৌর পিতা সুভাষ বসু একাধিক জায়গায় অবৈধ নির্মাণের নির্দেশ দিয়েছেন। মালির বাগান থেকে শুরু করে সর্দারপাড়া, সংহতি পার্ক একাধিক জায়গায় অবৈধ নির্মাণের কাজ চলছে। পাশাপাশি একাধিক জলাশয় ভরাটের অভিযোগ করেছেন স্বয়ং মেয়র।

মোটা টাকা নিয়ে এই অবৈধ নির্মাণগুলি করার অনুমতি দিয়েছেন সুভাষবাবু। প্রমোটিংয়ের জন্য অবৈধভাবে একাধিক জলাশয়ও ভরাট করিয়েছেন তিনি, এমনও অভিযোগ করেছেন সব্যসাচী।
এর থেকেও গুরুতর অভিযোগ করেছেন সব্যসাচী দত্ত। প্রমোটিং সংক্রান্ত একাধিক বিষয়ে নাকি মেয়রের সই জাল করিয়েছেন সুভাষ বসু।
[আরও পড়ুন: সকাল ৯টার মধ্যে হাজির হতে হবে অফিসে, কড়া নির্দেশ জারি মুখ্যমন্ত্রীর]
মুকুল রায় সব্যসাচী দত্তের বাড়িতে যাওয়ার পর থেকে তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা শোনা যাচ্ছে। লোকসভা ভোটে একটি জনসভাও করেননি সব্যসাচী। হঠাৎ করে দলে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন তৃণমূলের এই দাপুটে নেতা।
[আরও পড়ুন:মাদক বিরোধী দিবসের সচেতনতা মিছিলে মত্ত পুলিশকর্মীর ভাষণ, ঘটনায় শোরগোল বারুইপুরে]