For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফেসবুক পোস্টে চিকিৎসকের মানহানির অভিযোগ! আইনি নোটিস মৃত রোগীর পরিবারকে

সোশ্যাল মিডিয়ায় রোগিনীর স্বামীর করা মন্তব্যে তাঁর মানহানি হয়েছে। এমন অভিযোগ করে ১০ কোটি টাকার মানহানির মামলার আইনি নোটিস পাঠালেন নিউরো সার্জন সুজয় সান্যাল।

  • |
Google Oneindia Bengali News

সোশ্যাল মিডিয়ায় রোগিনীর স্বামীর করা মন্তব্যে তাঁর মানহানি হয়েছে। এমন অভিযোগ করে ১০ কোটি টাকার মানহানির মামলার আইনি নোটিস পাঠালেন নিউরো সার্জন সুজয় সান্যাল। নোটিসে সাতদিন সময় দেওয়া হয়েছে। তার মধ্যে মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি করা হয়েছে। এদিকে এই আইনি নোটিস পাওয়া কথা স্বীকার করে নিয়েছেন রোগিণীর স্বামী পেশায় আইনজীবী নবেন্দু বিশ্বাস।

ভানুমতি বিশ্বাস

ভানুমতি বিশ্বাস

রানাঘাটের বাসিন্দা পেশায় আইনজীবী নবেন্দু বিশ্বাসের স্ত্রী ভানুমতি বিশ্বাস(৫৫) ভর্তি ছিলেন রবীন্দ্রনাথ টেগোর ইন্টার ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেসে। শনিবার সকালে তিনি মারা যান। ২০১৭-তে এই হাসপাতালেই তাঁর কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছিল। জ্বর হওয়ায় ২৬ জুন তাঁকে এই হাসপাতালে ভর্তি করানো হয়। মেনিনজাইটিস ধরা পড়ায় হাসপাতালের নেফ্রোলজিস্ট তাঁকে নিউরোলজিস্টের কাছে রেফার করেন।

৬ অগাস্টের পোস্ট

স্ত্রীর চিকিৎসা চলাকালীন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নবেন্দু বিশ্বাস।

৮ অগাস্টের পোস্ট

হাসপাতালের ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনার কথা জানিয়েছিলেন নবেন্দু বিশ্বাস।

আইনি নোটিস

আইনি নোটিস

যদিও বিষয়টি এভাবে মেনে নিতে চাননি নিউরোলজিস্ট সুজয় সান্যাল। হাইকোর্টের আইনজীবী ফিরোজ এডুলজি মারফত পাঠানো নোটিসে তিনি দাবি করেছেন, রোগিনীকে সিসিইউ-এর ভেন্টিলেটরে পাঠানোর পর ২৪ জুলাই কেসটি তার কাছে রেফার করা হয়েছিল। একদিন পরে তিনি অভিযোগকারী নবেন্দু বিশ্বাস ও তাঁর ছেলের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন বলে দাবি করেছেন ওই চিকিৎসক।

চিকিৎসকের দাবি

চিকিৎসকের দাবি

চিকিৎসকের দাবি অনুযায়ী, রোগিনীর স্বামী-ছেলের কাছে তিনি এও জানিয়েছিলেন, রোগিনীর সেপসিস হতে পারে, কেননা তিনি একজন কিডনি ট্রান্সপ্ল্যান্টের রোগী। মেনিনজাইটিস থেকে সেরে ওঠার ওপরই পুরো বিষয়টি নির্ভর করছে বলেও জানিয়েছিলেন তিনি। রোগিনীর মৃত্যুর সম্ভাবনার কথাও তিনি জানিয়েছিলেন বলে দাবি করেছেন ওই চিকিৎসক।

চিকিৎসকের দাবি অনুযায়ী, রোগিনী যে ২৭ জুলাই চেতনা ফিরে পেয়েছিলেন এবং তাঁকে ভেন্টিলেটর থেকে বের করা হয়েছিল তা উল্লেখ করেননি নবেন্দু বিশ্বাস। তাঁর আরও অভিযোগ, মেনিনজাইটিস সংক্রান্ত পরীক্ষার কথাও উল্লেখ করেননি নবেন্দু বিশ্বাস। এমন কী ৩০ জুলাই চেস্ট ইনফেকশন সংক্রান্ত পরীক্ষার কথাও উল্লেখ করেননি তিনি।

English summary
RTIICS Doctor sends defamation notice to death patient’s hubby for FB posts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X