For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাঁটে কা টক্করে বিজেপির পরামর্শদাতা সঙ্ঘ‍! ২০২১-এ টার্গেট প্রান্তিক মানুষও

কাঁটে কা টক্কর হয়েছে লোকসভা নির্বাচনে। ২০২১-এর লক্ষ্যেও এখনও থেকে শেয়ানে শেয়ানে লড়াই চলছে। তৃণমূলের হয়ে প্রশান্ত কিশোর একের পর এক কৌশল রচনা করছেন তো, বিজেপির হয়ে টার্গেট বেঁধে দিচ্ছে আরএসএস।

  • |
Google Oneindia Bengali News

একেবারে কাঁটে কা টক্কর হয়েছে লোকসভা নির্বাচনে। ২০২১-এর লক্ষ্যেও এখনও থেকে শেয়ানে শেয়ানে লড়াই চলছে। তৃণমূল কংগ্রেসের হয়ে প্রশান্ত কিশোর একের পর এক কৌশল রচনা করছেন তো, বিজেপির হয়ে টার্গেট বেঁধে দিচ্ছে আরএসএস। কেউ কম যায় না লড়াইয়ে। আরএসএস এবার টার্গেট দিয়েছে, সবথেকে পিছিয়ে পড়া গ্রামেও বিস্তার লাভ করার।

সমাজের পিছিয়ে পড়া মানুষটিও টার্গেট

সমাজের পিছিয়ে পড়া মানুষটিও টার্গেট

সঙ্ঘ পরিবারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সমাজের সবথেকে পিছিয়ে পড়া মানুষটিও যেন গেরুয়া পতাকার ছায়ায় বিরাজ করেন। কলকাতায় এসে সঙ্ঘ সদস্য ও বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করে এই বার্তা দিয়ে গেলেন আরএসএসের সাধারণ সম্পাদক ভাইয়াজি যোশী।

সঙ্ঘ পরিবারের নেটওয়ার্কে সবাই!

সঙ্ঘ পরিবারের নেটওয়ার্কে সবাই!

তিনি চান, সমাজের প্রতিটা মানুষ যেন সঙ্ঘ পরিবারের নেটওয়ার্কে থাকে। শহর থেকে গ্রাম, সমাজের মাথা থেকে প্রান্তিক মানুষটির কাছেও সহজে পৌঁছে যেতে পারে গেরুয়া শিবিরের কার্যকর্তা। মোহন ভাগবতের সামনেই তিনি এই নির্দেশ দেন সঙ্ঘ পরিবারকে, প্রস্তাব দেন বিজেপি নেতৃত্বের কাছেও।

ভোট নয়, মতাদর্শই হল আসল

ভোট নয়, মতাদর্শই হল আসল

তিনি আরও বলেন, সবসময় জানতে হবে, ভোট নয়, মতাদর্শই হল আসল। মতাদর্শ নিয়ে থাকলে ভোট আপনাআপনিই চলে আসবে। মতাদর্শের প্রচার আওতা থেকে তাই কাউকে বাদ দিলে চলবে না। সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিই হোক বা প্রান্তিক মানুষ, সবাইকে দরকার সঙ্ঘের, সবাইকে দরকরা গেরুয়া শিবিরের।

আইটি সেলকে আরও সক্রিয় করার বার্তা

আইটি সেলকে আরও সক্রিয় করার বার্তা

আরএসএসের তরফে তাঁদের আইটি সেলকে আরও সক্রিয় করে তোলার বার্তা দেওয়া হয়। সোশাল মিডিয়ায় প্রচার চালানোর উপর আরও জোর দেওয়া হয়। সবার মধ্যে সঙ্ঘের মতাদর্শ বিঁধিয়ে দিয়ে তবে। তা করতে হবে সোশাল মিডিয়াকে হাতিয়ার করেই। বিদ্বজ্জনেদের কাছে পৌঁছতে হবে, প্রান্তিক মানুষের কাছে পৌঁছনোর এখন সর্বশ্রেষ্ঠ মাধ্যম এই সোশাল মিডিয়া।

<strong>[আরও পড়ুন:মিশন ২০২১-এ তৃণমূল! দলের নেতা-কর্মী নন, প্রকৃত 'সমাজসেবকরা'ই টার্গেট পিকে-র]</strong>[আরও পড়ুন:মিশন ২০২১-এ তৃণমূল! দলের নেতা-কর্মী নন, প্রকৃত 'সমাজসেবকরা'ই টার্গেট পিকে-র]

[আরও পড়ুন:'তিন তারা' হোটেলের মানের খাবার রাজ্যের সংশোধনাগারে, বিধানসভায় বুল ফুলিয়ে বললেন কারামন্ত্রী][আরও পড়ুন:'তিন তারা' হোটেলের মানের খাবার রাজ্যের সংশোধনাগারে, বিধানসভায় বুল ফুলিয়ে বললেন কারামন্ত্রী]

English summary
RSS gives advices to BJP to spread in whole area to fulfill mission 2021. RSS wants to reach up to last person of Society,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X