For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Mohan Bhagwat: কলকাতায় আসছেন RSS প্রধান মোহন ভাগবত! যোগ দেবেন নেতাজি-লহ প্রণাম অনুষ্ঠানে

পাঁচদিনের সফরে কলকাতায় আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এই পাঁচ দিনের সফরে বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর। সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করা ছাড়াও তিনি ২৩ জানুয়ারি শহিদ মিনারে নেতাজি লহ-প্রণাম অনুষ্ঠানে যোগ দেবেন।

  • |
Google Oneindia Bengali News

পাঁচদিনের সফরে কলকাতায় আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এই পাঁচ দিনের সফরে বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর। সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করা ছাড়াও তিনি ২৩ জানুয়ারি শহিদ মিনারে নেতাজি লহ-প্রণাম অনুষ্ঠানে যোগ দেবেন।

সফর শুরু ১৯ জানুয়ারি

সফর শুরু ১৯ জানুয়ারি

এখনও পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী ভাগবতের ৫ দিনের বাংলা তথা কলকাতা সফর শুরু হচ্ছে ১৯ জানুয়ারি থেকে। সাধারণভাবে সাংগঠনিক কারণে বার্ষিক বাংলা সফর হিসেবে ভাগবতের এই সফরকে ধরা হলেও এই মাসের সফরে ভাগবত কলকাতায় একটি সমাবেশে ভাষণ দেবেন। ২৩ জানুয়ারি, সুভাষচন্দ্র বসুর জন্মদিনের সকালে শহিদ মিনারে নেতাজি-লহ প্রণাম অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

দেখা করতে পারেন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে

দেখা করতে পারেন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে

সূত্রের খবর অনুযায়ী, ভাগবত কলকাতায় বিভিন্ন ক্ষেত্রের কৃতি ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পারেন। সেই সময় পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, সিকিম এবং উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকে সংঘের দায়িত্বপ্রাপ্ত লোকের নির্ধারিত বৈঠকের জন্য কলকাতায় আসবেন।
সূত্রের আরও খবর, মোহন ভাগবতের সফরে তিন থেকে চারটি থিমকে সামনে রাখা হচ্ছে। সংঘের সদস্যরা আশা করছেন সেগুলির ওপরেই ফোকাস থাকবে।

যেসব বিষয়ে বলতে পারেন ভাগবত

যেসব বিষয়ে বলতে পারেন ভাগবত

কলকাতা সফরে ভাগবত গ্রামীণ উন্নয়ন, বিকল্প চাকরির সুযোগ তৈরি এবং সামাজিক কাঠামোর পরিবর্তন সম্পর্কিত বিষয়ে আলোচনা করতে পারেন বলে সূত্রের খবর। সংঘ সূত্রে খবর, জনসংখ্যার পরিবর্তন, মন্দিরগুলির প্রশাসনিক বিষয় ভাগবতের আলোচনায় উঠে আসতে পারে। এক সংঘ কর্মী জানিয়েছেন, জনসংখ্যার ভারসাম্যহীনতা একটি উদ্বেগের বিষয়। মন্দির পরিচালনার বিষয়টিও অন্যতম। সামনেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। তার আগে মোহন ভাগবতের এই সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

রাজ্যে প্রায় ২৩০০ সক্রিয় শাখা রয়েছে

রাজ্যে প্রায় ২৩০০ সক্রিয় শাখা রয়েছে

২০২৫ সালে আরএসএস-এর শতবার্ষিকী উদযাপন। তার আগে শহর ও গ্রামে সংঘের প্রচার ও বিস্তারের কাজ চালিয়ে যাচ্ছেন সদস্যরা। বাংলায় তৃণমূল সরকার আসার পর থেকে সংঘের শাখা দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছ, এমনটাই দাবি করেন রাজ্যের বামপন্থীরা। এই মুহূর্তে রাজ্যে আরএসএস-এর প্রায় ২৩০০ সক্রিয় শাখা রয়েছে।

আরএসএস প্রধানের বাংলা সফরের আগে মুখপত্র স্বস্তিকার ২৬ ডিসেম্বর, ২০২২ সংখ্যার ষষ্ঠ পৃষ্ঠায় বলা হয়েছে, সিপিএম আর কংগ্রেস নিভে যাওয়া প্রদীপ। শাহ ইঙ্গিত করেছেন, মানুষ যেন বামেদের দিকে না ঝোঁকেন। পশ্চিমবঙ্গের পক্ষে সেটা তৃণমূলের ক্ষমতায় থাকার থেকেও মারাত্মক হবে। যেভাবেই হোক তা প্রতিরোধ করা প্রয়োজন।
যদিও নেতাজির নামে করা অনুষ্ঠানে ভাগবতে যোগ দেওয়া নিয়ে কটাক্ষ করেছে বাম-কংগ্রেস। তারা বলছে, জীবিত থাকা অবস্থায় কোনও দিনই নেতাজিকে সম্মান করেনি আরএসএস।

UAPA ধারায় আরও এক সংগঠনকে নিষিদ্ধ করল অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক! জঙ্গি তকমা কাশ্মীর থেকে পলাতক একজনকেUAPA ধারায় আরও এক সংগঠনকে নিষিদ্ধ করল অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক! জঙ্গি তকমা কাশ্মীর থেকে পলাতক একজনকে

English summary
RSS Chief Mohan Bhagwat is coming to Kolkata and will join programme on Netaji on 23 January
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X