For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রেন যাত্রী হলে সাবধান! স্টেশনে এই কাজটি করলেই আপনার জন্য অপেক্ষা করছে 'মহা বিপদ'

পরিষ্কার করা হচ্ছে বারবার। কিন্তু থুতু, পান-গুটখার পিকে রঙিন হয়ে উঠছে স্টেশনগুলি। হাওড়া, সাঁতরাগাছি স্টেশনের অবস্থা একই রকমের। আরপিএফের চেষ্টাও কার্যত ব্যর্থ হওয়ার পর এবার অন্য পদক্ষেপ।

  • |
Google Oneindia Bengali News

পরিষ্কার করা হচ্ছে বারবার। কিন্তু থুতু, পান-গুটখার পিকে রঙিন হয়ে উঠছে স্টেশনগুলি। হাওড়া, সাঁতরাগাছি স্টেশনের অবস্থা একই রকমের। আরপিএফের চেষ্টাও কার্যত ব্যর্থ হওয়ার পর এবার অন্য পদক্ষেপ। থুতু, পান-গুটখার পিক ফেলতে দেখলেই শুরু করা হয়েছে জরিমানা আদায়ের অভিযান।

ট্রেন যাত্রী হলে সাবধান! স্টেশনে এই কাজটি করলেই আপনার জন্য অপেক্ষা করছে মহা বিপদ

স্টেশনে স্টেশনে, বিশেষ করে বড় স্টেশনগুলি পরিচ্ছন্ন রাখতে অভিযান চালাচ্ছে আরপিএফ। চোখে পড়লেই শিক্ষা দিতে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে জরিমানা হিসেবে। ইতিমধ্যেই শনিবার সাঁতরাগাছি এবং রবিবার হাওড়া স্টেশনে অভিযান চলে। দুই স্টেশন থেকে জরিমানা বাবদ যথাক্রমে ১৩ হাজার ও ১৪ হাজার টাকা আদায় করা হয়েছে।

যাত্রীদের একাংশের অভিযোগ, আরপিএফ-এর অভিযান সত্ত্বেও কেউ কেউ নিজের কাজটি করে চলেছেন। অর্থাৎ স্টেশন চত্ত্বর নোংরা করে চলেছেন। স্টেশনে থুতু, পান-গুটখার পিক ফেলা বন্ধ করতে আরও নজরদারির দাবি করেছেন তাঁরা।

রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সাফাই অভিযানের পাশাপাশি যাত্রী সচেতনতার কাজটিও করা হবে।

English summary
RPF decides to stop split and to build clean and green Rail Stations
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X