For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিশুপাচারকাণ্ডে জুহি-যোগে পদ থেকে অপসারিত হতে পারেন রূপা, ইঙ্গিত দিলীপের

বিতর্ক পিছু ছাড়ছে না রূপা গঙ্গোপাধ্যায়ের। শিশুপাচারকাণ্ডে ধৃত বিজেপির মহিলা মোর্চা নেত্রী জুহি চৌধুরীর সঙ্গে নাম জড়ানোয় এবার পদ খোয়াতে হতে পারে তাঁকে।

Google Oneindia Bengali News

কলকাতা, ১০ মার্চ : বিতর্ক পিছু ছাড়ছে না রূপা গঙ্গোপাধ্যায়ের। শিশুপাচারকাণ্ডে ধৃত বিজেপির মহিলা মোর্চা নেত্রী জুহি চৌধুরীর সঙ্গে নাম জড়ানোয় এবার পদ খোয়াতে হতে পারে তাঁকে। এমনই ইঙ্গিত দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এবার বিজেপি-র এই মহিলা সংগঠনকে প্রকারান্তরে বিজেপি-র মূল সংগঠনের অধীনেই রাখতে চাইছেন। তাই যিনি রূপা গঙ্গোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হবেন তিনি আর আগের মতো সুবিধা ভোগ নাও করতে পারেন।[শিশুপাচারকাণ্ডে জুহির গ্রেফতারের পর চাপ বাড়ল বিজয়বর্গীয়-রূপা-দিলীপদের]

বিজেপি-র রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের নাম সম্প্রতি জড়িয়ে যায় জলপাইগুড়ি শিশু পাচারকাণ্ডে। ধৃত বিজেপি-র মহিলা মোর্চা নেত্রীর সম্পাদিকা জুহি চৌধুরী রূপা গঙ্গোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। আশ্রয় হোমের কর্ণধার চন্দনা চক্রবর্তীর গ্রেফতারির পরই জুহির নাম প্রকাশ্যে আসে। সেইসঙ্গে স্বাভাবিকভাবেই রূপা গঙ্গোপাধ্যায়ের নামও উঠতে শুরু করে।[শিশুপাচার চক্রে নাম জড়ালো রূপা গঙ্গোপাধ্যায় ও কৈলাশ বিজয়বর্গীয়র, জিজ্ঞাসাবাদ করতে পারে সিআইডি]

শিশুপাচারকাণ্ডে জুহি-যোগে পদ থেকে অপসারিত হতে পারেন রূপা, ইঙ্গিত দিলীপের

সেই সম্ভাবনা প্রকট হয় ধৃত চন্দনা চক্রবর্তী বিজেপির দুই হেভিওয়েট নেতা-নেত্রী কৈলাশ বিজয়বর্গীয় ও রূপা গঙ্গাপাধ্যায়ের নাম নেওয়ায়। তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জুহি ওই দুই নেত্রীর কাছে তদ্বির করেছিল বলে অভিযোগ ওঠে। এরপরই নেপাল সীমাড়ন্ত থেকে শিশুপাচারকাণ্ড গ্রেফতার করা হয় জুহি চৌধুরীকে। তিনিও সিআইডি জেরার মুখে স্বীকার করেন, তাঁকে নেপাল পালানোর পরামর্শ দিয়েছিলেন বিজেপি-র এক মহিলা সাংসদ। ইঙ্গিতে স্পষ্ট নয় সেই মহিলা সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ই।[শিশুপাচার কাণ্ড : 'মমতার সরকারের বিরুদ্ধে মামলা করার জন্য তৈরি', বললেন রূপা গঙ্গোপাধ্যায়]

এরপর রাজ্য বিজেপি-তে চরম অস্বস্তি তৈরি হয়। সেই অস্বস্তি কাটাতে জুহি চৌধুরী ও তাঁর বাবা রবীন্দ্র নারায়ণ চৌধুরীকে দলের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তবু অস্বস্তি কাটছিল না কিছুতেই। আর সেই অস্বস্তির কেন্দ্রবিন্দু ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়।[শিশু পাচারকাণ্ড : বিজেপির মহিলা সাংসদকে নোটিশ পাঠাতে চলেছে সিআইডি!]

তাই রাজ্য বিজেপি-র অন্যতম প্রধান মুখ হিসেবে পরিচিত রূপা গঙ্গোপাধ্যায়কে দলের পদ থেকে অপসারণের পথেই হাঁটছে বিজেপি। এক্ষেত্র তাঁকে সরিয়ে লকেট চট্টোপাধ্যায় বা দেবশ্রী চৌধুরীকে রাজ্য মহিলা মোর্চা নেত্র করা হতে পারে। এমনটাই ইঙ্গিত মিলেছে বিজেপি-র তরফ থেকে।

English summary
roopa ganguly can be removed from post of Party for link to Juhi chowdhuri. Dilip Ghosh indicate that.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X