For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এপ্রিল-মে মাসে সব থেকে বেশি এটিএম-এ স্কিমার! তদন্তে চাঞ্চল্যকর তথ্য, জেনে নিন বিস্তারিত

একটা বড় দল নয়, ছোট ছোট দলে ভাগ হয়ে এটিএম-এ স্কিমার লাগানোর কাজ করত রোমানিয়ান ফ্রডস্টাররা।কলকাতার বিভিন্ন এটিএম-এ স্কিমার লাগিয়ে প্রতারণার অভিযোগে এখনও পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

  • |
Google Oneindia Bengali News

একটা বড় দল নয়, ছোট ছোট দলে ভাগ হয়ে এটিএম-এ স্কিমার লাগানোর কাজ করত রোমানিয়ান ফ্রডস্টাররা। কলকাতার বিভিন্ন এটিএম-এ স্কিমার লাগিয়ে প্রতারণার অভিযোগে এখনও পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এদেম মধ্যে ৫ জন রোমানিয়ান আর ৩ জন মুম্বইবাসী। আরও বেশ কয়েকজন এই গ্যাং-এ রয়েছে বলে জিজ্ঞাসাবাদের পর অনুমান কলকাতা পুলিশের।

এপ্রিল-মে মাসে সব থেকে বেশি এটিএম-এ স্কিমার! তদন্তে চাঞ্চল্যকর তথ্য, জেনে নিন বিস্তারিত

২৫ এপ্রিল থেকে ৭ মে-এই ১৩ দিনের মধ্যে কলকাতায় সব থেকে বেশি সংখ্যক এটিএম-এ স্কিমার লাগানো হয়েছিল। এটিএম প্রতারণা কাণ্ডে ধৃতদের জেরা করে এমনই তথ্য পেয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দারা। একটি বড় দল নয়, ছোট ছোট ভাগ হয়ে রোমানিয়ান ফ্রডস্টাররা কাজ করত। জিজ্ঞাসাবাদে এখনও পর্যন্ত যে তথ্য উঠে আসছে তাতে জানা যাচ্ছে, এই দলের পাণ্ডা অ্যাড্রিয়ান। এপ্রিল-মে মাসে সে ১৫ দিন কলকাতায় ছিল। উঠেছিল এক পাঁচতারা হোটেলে। সেখানে বসেই প্রতারণার ছক কষা হয়। ধৃতদের সম্পর্কে জানতে রোমানিয়ান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে কলকাতা পুলিশ।

তিহার জেলে বন্দি কর্নেল নামে যুবককে জিজ্ঞাসাবাদ করতে আদালতের দ্বারস্থ হতে যাচ্ছে কলকাতা পুলিশ। অনুমতি পেলে তিহার জেলে গিয়ে কর্নেলকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিক, শুধু কলকাতাতেই নয়, চণ্ডীগড়েও এটিএম-এ স্কিমার লাগিয়ে প্রতারণার খবর সামনে এসেছে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগগে দিল্লি থেকে দুই রোমানিয়ানকে গ্রেফতার করেছে চণ্ডীগড় পুলিশ।

English summary
Romanian fraudstars engaged in skimmer fitting in highest number of ATMs in Kolkata in last week of April
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X