For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

TMCP-র গোষ্ঠীসংঘর্ষে রণক্ষেত্র আশুতোষ কলেজ!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি : তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে উত্তাল হল কলকাতার আশুতোষ কলেজ। দ্বিতীয় বর্ষের ফর্ম বিলিকে কেন্দ্র করে তৃণমূলের দুই দলের ছাত্রসংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল কলেজ চত্বর।

মঙ্গলবার সকালে ফর্ম দেওয়া শুরু হলে প্রাথমিকভাবে কাজ সুস্থভাবেই চলছিল। দুপুরের দিকে আচমকাই তৃণমূল ছাত্র পরিষদেরই অন্য একটি দল ঘটনাস্থলে আসে। এর পরই দুই দল বচসায় জড়িয়ে পড়লে ঘটনার সূত্রপাত। [মনোনয়ন ঘিরে সিপি-টিএমসিপি সংঘর্ষে উত্তাল আচার্য জগদীশচন্দ্র বসু কলেজ]

TMCP-র গোষ্ঠীসংঘর্ষে রণক্ষেত্র আশুতোষ কলেজ!

বচসা ক্রমশ হাতাহাতিতে পৌঁছয়। ক্রমশ তা সংঘর্ষের চেহারা নেয়। কলেজের মধ্যে অবাধে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কিছু ছাত্র আহত হয়েছেন। কলেজের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে, প্রথমে মূল ফাটকের বাইরে পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সংঘর্ষের ছবি তুলতে বাধা দেওয়া হয় সাংবাদিকদের একাংশকেও। এমনটি কয়েকজন সাংবাদিককে আক্রমণ করা হয়েছে বলেও খবর। [গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র ফকিরচাঁদ কলেজ, মমতার নির্দেশে গ্রেফতার তৃণমূল বিধায়ক]

বিরোধী ও রাজনীতি বিশেষজ্ঞদের একাংশের মতে, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের মতো শিক্ষাঙ্গনেও গোষ্ঠীদ্বন্ধই কালচার এই দলের। মমতা আর নিজের দলকেই সামলাতে পারছেন না। তাই বারবার কড়া বার্তা দেওয়া সত্ত্বেও এই ধরণের ঘটনা বারবার ঘটছে।

English summary
Rival factions of TMCP clash in Ashutosh college, Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X