For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পথ দুর্ঘটনাকে ঘিরে রণক্ষেত্র গড়িয়া মোড়! এই অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ

লরির ধাক্কায় প্রৌঢ়ের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র গড়িয়া বাজার এলাকা। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি স্থানীয়দের। পাল্টা লাঠি চার্জ করে পুলিশও।

  • |
Google Oneindia Bengali News

লরির ধাক্কায় প্রৌঢ়ের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র গড়িয়া বাজার এলাকা। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি স্থানীয়দের। পাল্টা লাঠি চার্জ করে পুলিশও।

পথ দুর্ঘটনাকে ঘিরে রণক্ষেত্র গড়িয়া মোড়! এই অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ

স্থানীয় সূত্রে খবর, রাত প্রায় বারোটা নাগাদ রাস্তা পেরোচ্ছিলেন রহমান সরকার নামে এক ব্যক্তি। এই সময় বারুইপুরের দিকে যাওয়া দ্রুতগতির এক ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। এরপরেই মৃতদের আটকে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। আশপাশের বাড়ি থেকে বেরিয়ে আসেন অনেকেই।

খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। মৃতদেহ তুলতে পুলিশকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয় বলেও অভিযোগ। এইসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। অভিযোগ রাস্তার ধারে থাকা মহিলারাও রেহাই পাননি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গাড়ি থেকে তোলা তোলে পুলিশ। রাত হলেই এই তোলা তোলার পরিমাণ বেড়ে যায়। পুলিশের তোলা থেকে বাঁচতেই ট্রাকটি দ্রুত গতিতে যাচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের। যদিও তোলা তোলার কথা অস্বীকার করেছে পুলিশ। সিসিটিভি দেখে ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

English summary
Resident of Garia More stages demonstration in the Mid night over road accident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X